টরেন্টোতে জালালাবাদের আনন্দমেলায় ৬২ স্টল, ঈদ বাজার জমবে বেশ

ভোরের আলো রিপোর্ট: টরেন্টোর এবারের ঈদ বাজার বসছে জালালাবাদ এসোসিয়েশন অব টরেন্টোর অভিষেক ও আনন্দমেলায়। থাকছে ৬২ টি স্টল। ঈদের মাত্র চার দিন আগে আনন্দ মেলা ও অভিষেক অনুষ্ঠানটি ঈদ বাজারে পরিণত হবে সন্দেহ নেই। সংশ্লিস্টরা বলছেন, এমন একটি সুন্দর আয়োজনের জন্য জালালাবাদ এসোসিয়েশন অব টরেন্টো ধন্যবাদ পেতেই পারে। কারন প্রতি বছর ঈদের আগে বাঙ্গালি কমিউনিটির আবাল বৃদ্ধ বনিতারা পাকিস্তান ও ভারতীয় কমিউনিটির ঈদ বাজারণ্ডলোতে ভীড় জমায়। কিন্তু এবার হবে ব্যতিক্রম। সবাই ডেন্টোনিয়া পার্কের অনুষ্ঠিতব্য ২৪ শে জুনের মেলায় এসে কেনাকাটা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। আয়োজকরা জানান, ডেন্টোনিয়া পার্কে মানুষের ঢল নামবে সন্দেহ নেই। কারন জালালাবাদ এসোসিয়েশন কানাডার সবচেয়ে প্রেস্টিজিয়া সংগঠন। ২৪ শে জুন দুপুর ১২ টা থেকে রাত ১০ টা পযন্ত আয়োজিত অনুষ্ঠান মাতাতে আসছেন ণ্ডনী সংগীত শিল্পী রিজিয়া পারভীন ও ফিডব্যাক ব্যান্ডের ভোকালিস্ট লুমিন। এছাড়া শামীম, মহুয়া, ফারহানা, রুখসানা, মৌসুমী, রিংকু, পারমিতা, রিধি ও নৃত্যকলা কেন্দ্র তাদের পারফরমেন্স দিয়ে উপস্থিত দর্শকদের মন জয় করতে আসছেন। উপস্থাপনায় থাকবেন ফারহানা আহমেদ, রিফাত নওরীনসহ চার জন। সাংস্কৃতিক পর্বের পাশাপাশি উপস্থিত দর্শকরা তাদের পছন্দের স্টল থেকে শাড়ি, সেলোয়ার কামিজ ও গহনাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারবেন। এছাড়াও থাকবে খাবারের স্টল। অনুষ্ঠান দেখে কেউ ক্ষুধার্ত হলে খাবারের স্টল থেকে খাবার কিনে খেতে পারবেন। নতুন কমিটি’র অভিষেক ও আনন্দমেলার কনভেনার রাসেল আহমেদ। সব বিষয়ে আয়োজনটি দেখভাল করছেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী শরীফ (মারুফ), মো. মকবুল হোসেন মঞ্জু, হোসেন আহমেদ (লনি), স্বর্ণালী মুক্তা, ফজলুল করিম, আসজাদ বখত চৌধুরী, এজাজ চৌধুরী, আবু জহির সাকিব, মনসুর আহমেদ, আব্দুস সালাম, ফারুক আহমেদ, মাসুম মুনিম (তুহিন), হাসান তারেক ইমাম (তানিম), সঞ্জীব রায়, তাফাসিন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, আলী হোসেন, জুয়েল আহমেদ, নাহিদ আহমেদ, জাহানারা নাসিমা, তাহমিনা চৌধুরী, মির্জা রিফফাত নূয়েরীন, নাঈম চৌধুরী, ইলিয়াছ খান, কাশেম আহমেদ (জয়), বিবেক সেন এবং মেহেদী চৌধুরী।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ