কানাডায় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কানাডা বিএনপি’র উদ্যোগে গত ১২ নভেম্বর ২০২৩ রোববার টরেন্টোর রেডহট তান্দুরী রেস্টুরেন্টে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের সিপাহী, জনতা ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতির ক্রান্তিলগ্নে ঐতিহাসিক প্রয়োজনেস্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দী দশা থেকে মুক্ত করে এবং পরবর্তীতে তিনি দেশের শাসন ভার ক্ষমতার অধিষ্ঠিত করে। তিনি দেশে একদলীয় বাকশাল ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেন। বর্তমানে স্বৈরাচারী শাসনে বিপর্যস্ত জাতি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। এই জালিম সরকারকে উৎখাত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলন চালিয়ে যেতে হবে। বক্তারা এই নীল নকশার নির্বাচনী তফসিল প্রত্যাখান করে অবিলম্বে তা বাতিল করার দাবী জানান। সভায় সভাপতিত্ব করেন আহাদ খন্দকার, সভা পরিচালনা করেন আবুল কালাম আজাদ।
সভায় বক্তব্য রাখেন মাহবুব রব চৌধুরী, রেশাদ চৌধুরী, মইন চৌধুরী, এজাজ আহমেদ খান, এস তপন মাহমুদ, জাকির খান, মাহবুব চৌধুরী রণি, প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, মোঃ শহীদুর রহমান, নুরুল ইসলাম, আবু জহির সাকিব, নাজমা হক, রিমন ইসলাম, গোলাম রণি, রেজাউল করিম তালুকদার, এস সুহেলুজ্জামান খান, হাবিবুর রহমান চৌধুরী মারুফ, সৈয়দ তৌফিক রহমান, আবু জাহেদ আলম, মেহেদী ফারুক, সালাউদ্দিন আহমেদ, আলী হোসেন, আব্দুল মান্নান, মুশফিকুর রহমান, মোঃ আবু রায়হান, মোঃ ওমর ফারুক, আমরিন হোসেন, ইমন চৌধুরী, মোঃ সাকিব হোসেন, মোঃ আনোয়ার হোসেন, বদরুল ইসলাম, মোঃ মাহবুবুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, সাকিব মোল্লা, সালেহ আহমদ, মোঃ সায়মন ইসলাম, সাকিল আহমেদ, মোঃ আজাদ খান, জামিল আহমেদ, আব্দুল হুদা, রুমী আহমদ সহ আরো অনেকে। সভায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মইন চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নৈশ ভোজে আপ্যায়িত করা হয়।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ