কানাডা বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ভোরের আলো রিপোর্ট: ৪৫ বছরের নানান ঘাত-প্রতিঘাতের মাধ্যমে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। জিয়াউর রহমানের চৌকস শাসন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়নে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। জিয়াউর রহমান শুধু বিএনপির প্রতিষ্ঠাতা নন, তিনি বাংলাদেশের ও প্রতিষ্ঠাতা। জিয়ার চেতনা নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সম্প্রতি রেড হট তন্দুরী রেস্টুরেন্টে আয়োজিত বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তারা এসব কথা বলেন। কানাডা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা অনুষ্ঠানটি এজাজ আহমেদ খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহাদ খন্দকার। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মাহবুব রব চৌধুরী, রেজাউর রহমান, রেশাদ চৌধুরী, এস তপন মাহমুদ, তারেক আলম বাবলু, জাকির খান, ডঃ মোঃ হানিফ উদ্দীন, মিছবাউল কাদির ফাহিম, ডাঃ সিরাজুল হক চৌধুরী, আবুল কালাম আজাদ, আবু জহির সাকিব, রিমন ইসলাম, মইন চৌধুরী, নুরুল ইসলাম, ডাঃ শিবলী নোমানী, নাজমা হক, প্রকৌশলী মহীউদ্দীন আহমদ, আমরিন হোসেন, মোঃ শহীদুর রহমান, এস. সুহেলুজ্জামান খান, মোঃ সাহেদ, রাহেল আহমদ, আব্দুল আলীম, আলী হোসেন, হাবিবুর রহমান চৌধুরী মারুফ, গোলাম রণী, সায়েম আহমদ, বেলাল আহমদ চৌধুরী, কামরুল হাসান শাহান, তারেক আহমদ, মাসুদ তালুকদার, মিজানুর রহমান, নাহিদ আহমদ, সাকিব হোসেন, দেলোয়ার হোসেন বকুল, শরীফ চৌধুরী, আনোয়ার হোসেন, মামুন রশীদ, শাহ মোঃ নিশাত প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন, ৭২-৭৫ এর দুর্ভিক্ষ থেকে খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র ও বাকস্বাধিনতা প্রতিষ্ঠা, বিদেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে বেকারত্ব হ্রাসসহ জাতির দু:খ-দুর্দশা থেকে মুক্তির দূত হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাঠিয়েছেন। সভায় দেশের কল্যাণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ১ সেপ্টেম্বর। দেশের অন্যতম বৃহত্তম এই দলটি পা রাখল ৪৬ বছরে। ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ সামনে রেখে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি গঠন করেন। ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কানাডা বিএনপি।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ