আশরাফুল পাভেলের কণ্ঠে ঢাকাই শাড়ি নিয়ে গান

সূদুর কানাডায় বসেও আশরাফুল পাভেল তৈরি করছেন বাংলা গান। ইতিমধ্যে তার বেশ কয়েটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবার তিনি নতুন গান গাইলেন ঢাকাই শাড়ি নিয়ে।

‘তোমায় শাড়ি কিনে দেবো আমি ঢাকাইয়া জামদানি, সোনা-গয়না দিয়া সাজাই দেবো লাগবে তোমায় রানি/’-এমন কথার গানটি লিখেছেন সালমান আহমেদ সোহাগ ও আশরাফুল পাভেল। সুর-সঙ্গীতও পাভেলেরই।

শুধু তাই নয়, গানের ভিডিওতে ইন্দো-কানাডিয়ান মডেল অনু কায়রার সঙ্গে পারফর্মও করেছেন পাভেল। ঝলমলে গানচিত্রটি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে সম্প্রতি।

আশরাফুল পাভেল জানান, কানাডার টাইমলেস ট্রি স্টুডিওতে চিত্রায়ন করা হয়েছে গানটি। ভিডিওটি নির্মাণ করেছেন শাইল শর্মা। চিত্রায়নে ছিলেন অরুণ পাঠক। নতুন এই গান নিয়ে  পাভেল বললেন, ‘এই গানটি আমার ‘যাইমু লং ড্রাইবো’র আদলে করা। যেটা শ্রোতাদের বিপুল ভালোবাসা পেয়েছিল। আমার অন্য গানগুলোর মতো এই গানটার লিরিকেও মজা পাবেন শ্রোতারা। এই গানের কোরাসটা পাঞ্জাবি একটি গান থেকে অনুপ্রাণিত হয়ে করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

উল্লেখ্য, অনেক দিন ধরেই নিজের উদ্যোগে গান করে আসছেন আশরাফুল পাভেল। তার ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে ৫০ হাজার সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে। এক-দুই মাস পরপরই তিনি নতুন গান নিয়ে হাজির হন। এই ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তিনি।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ