বইমেলায় প্রকাশিত হয়েছে হুমায়ুন কবির রতনের “তোমার চোখের অনুবাদ”

অমর একুশে বইমেলায় মেট্রো পাবলিকেশন – ঢাকা থেকে প্রকাশিত হয়েছে হুমায়ুন কবির রতনের কাব্যগ্রন্থ “তোমার চোখের অনুবাদ”। বইটি অমর একুশে বইমেলায় ৪৯৬ নং স্টলে পাওয়া যাচ্ছে।
হুমায়ুন কবির রতন ঢাকায় জন্মগ্রহণ করে শৈশব কৈশোর এবং যৌবনের গন্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখেন । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং-এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং বসু ব্যানার্জী নাথ এন্ড কোং থেকে সিএ সম্পন্ন করেন।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভিক্টর গ্রুপ অব কোম্পানিতে ফিনান্সিয়াল ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি কানাডার মন্ট্রিয়লে সিআাইবিসি ব্যাংকের অধীনে একজন ব্যাংকার হিসেবে কাজ করেন অনেকগুলো বছর। এছাড়াও তিনি বাংলাদেশ প্রেস ক্লাব অব মন্ট্রিয়লের সাধারণ সম্পাদক। তিনি ২০০৫ থেকে ২০০৭ সাল এবং ২০০৭ হতে ২০১০ সাল পর্যন্ত একাধারে সাপ্তাহিক যোগাযোগ পত্রিকা এবং সাপ্তাহিক সময় পত্রিকার মন্ট্রিয়ল ব্যুরোর নিউজ এডিটর হিসেবে দায়িত্বরত ছিলেন। ২০১০ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত সাপ্তাহিক দেশের আলো’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে সাপ্তাহিক ভোরের আলো’র মন্ট্রিয়ল ব্যুরো প্রধান হিসেবে নিযুক্ত আছেন। এছাড়াও মন্ট্রিয়লের বাঙালি কমিউনিটির বিশেষ একজন সমাজসেবক হিসেবে বিভিন্ন ধরণের গুরু দায়িত্বগুলো বরাবরই পালন করে আসছেন।

এতসব কর্মব্যস্ততার মাঝেও তার কাব্যিক মন তাকে তাড়া করে ফেরে কবিতায়। আর তাইতো তিনি হারিয়ে যান কখনো নিঝুম প্রকৃতির ভেতরে, কখনো নীল কালো আর সাদা আকাশে, আবার কখনো খোলা মাঠ প্রান্তরে, কখনোবা প্রেমিকার খোলাচুলের অরণ্যে ।
“আমাদের দেখা হবে অমানিশার রাত্রি ফুরোলে,
আমাদের দেখা হবে
মুক্ত হাওয়ার নতুন বিকেলে ।
আজকের অসুখটা একদিন ‘গতকাল’ হবে,
আমাদের দেখা হলেই সুখটা ছুঁয়ে যাবে।
আমাদের দেখা হবে অসুস্থ, পৃথিবীটা সহসা
সেরে উঠবে ।
আমাদের দেখা হতেই হবে দেখা হবে বলে আমাদের বেঁচে
থাকা অবশিষ্ট থেকে যাবে।”
এ রকম অসাধারণ একগুচ্ছ কবিতার সমাহার রয়েছে এ বইটিতে। বইটি পাঠক নন্দিত হবে বলে বিশ্বাস ।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ