মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডার অভিষেক -২০২২ এবং ণ্ডনীজনদের মধ্যে সম্মাননা প্রদান

গত ১৩ ই নভেম্বর, রবিবার, ৯ ডজ রোডে অবস্তিত  রয়েল কানাডিয়ান লিজিয়ন হলে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডার অভিষেক -২০২২, ণ্ডনীজনদের মধ্যে সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের উপদেষ্টা জনাব মাসুক আহমদ , জনাব ছাইফ উদ্দীন , জনাব মোহাম্মদ আব্দুল ফাত্তাহ , জনাব নিজাম এনায়েত হোসেন এনু , জনাব ফারুক খান , শ্রী নারায়ন সরকার নারু, শ্রী রজত পাল , শ্রী সজল দেব, জনাব ইন্তেখাব  চৌধুরী তুহিন, জনাব ফায়জুল চৌধুরী সহ মৌলভীবাজার জেলাবাসী , জালালাবাদ এসোসিয়েশন, সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা এসোসিয়েশন,সিলেট সদর এসোসিয়েশন, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি এবং গোলাপগঞ্জ ফাউনডেশন সহ স্বদেশী বিপুল সংখ্যক সন্মানীত সুধীজনদের উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠানের কনভেনর শান দে ও ফারহানা আহমদের প্রাণবন্ত উপস্থাপনায় বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।


এ সময়  আরও উপসি্হত ছিলেন কানাডায় বাংলাদেশী সাংবাদিকতার অগ্রদূত, টরন্টো থেকে প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক এবং বর্তমান দেশে বিদেশে অনলাইন টিভির- সি,ই,ও সর্বজন শ্রদ্ধেয় জনাব নজরুল মিন্টু ,
দেশের আলো পিএকা সম্পাদক জনাব সাইদুন ফয়ছল এবং আজকাল অনলাইন পিএকা সম্পাদক জনাব মাহবুব চৌধুরী রনি ।
প্রথম পর্বে সঙ্গীত, নৃত্য ও কবিতা আবৃত্তি দিয়ে সাজানো  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যাহা উপস্থিত সকলেই আনন্দের সহিত উপভোগ করেন। সঙ্গীত পরিবেশনে করেন দৈপায়ন দাস, অমর হায়াৎ ও অরুনাভ ভট্টাচার্য। নৃত্য পরিবেশন করেন নৃত্যকলা কেন্দ্রের শিশু শিল্পীবৃন্দ ও নৃত্য ঝংকার একাডেমীর চিত্রা দাস ও দীপান্জলী দেবনাথ এবং কবিতা আবৃত্তিতে ছিলেন রিফাত নওরিন ও কামরান করিম।
দ্বিতীয় পর্বে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডার ২০২২-২০২৪ মেয়াদী নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয় এবং নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান এসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা প্রকৌশলী জনাব রেজাউর রহমান ও প্রাক্তন সভাপতি প্রকৌশলী জনাব সৈয়দ আব্দুল গাফফার।
অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মৌলভীবাজার জেলা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে লিখা সমৃদ্ধ ‘শিকড়’ নামে আকর্ষণীয় স্মরণিকা প্রকাশ করা হয়।
নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ও সার্বিক সাফল্য কামনা করে বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রাক্তন সভাপতিবৃন্দ যথাক্রমে
জনাব সৈয়দ আব্দুল গাফফার, জনাব মিলন আহমেদ এবং জনাব দেওয়ান আব্দুল গফরান চৌধুরী। এছাড়া আরও বক্তব্য রাখেন উপদেষ্টা শ্রী বিদ্যুৎ রন্জন দে, শ্রী রানা দেবরায়,বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী, ড. সুশীতল চৌধুরী, শ্রী শক্তি দেব প্রমুখ ।

সভাপতি লায়েকুল হক চৌধুরী ও  সাধারণ সম্পাদক মোর্শেদ আহমেদ মুক্তা উভয়েই বক্তব্যে তাদের উপর আস্থা রাখার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল করে ইহার সুনাম বৃি্দ্ধকল্পে সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শও কামনা করেন এবং হ্যামিলটন শহর থেকে আগত মৌলভীবাজারবাসী এবং সকল বিজ্ঞাপনদাতা সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তৃতায় সংগঠনের প্রয়াত উপদেস্টা যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা জনাব মরহুম তুতিউর রহমান , জনাব মরহুম আব্দুল বাছিত , জনাব মরহুম মো: মইজ উদ্দীনের নাম স্মরণ করে সংগঠনে উনাদের অবদান উল্লেখ করেন ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

তৃতীয় পর্বে বিভিন্ন ক্ষেত্রে সফলতা ও অবদান রাখার জন্য মৌলভীবাজার জেলার ১৮ জন বিশিষ্ট সন্তানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সকলের হাতে ক্রেস্ট তুলে দেন অন্টারিও প্রাদেশিক পরিষদের সদস্য ডলি বেগম।

সম্মাননা প্রাপ্তরা হলেন :
জনাব দেওয়ান শোয়েব আফজল,
প্রকৌশলী জনাব রেজাউর রহমান,
শ্রী রানা দেব রায়,
জনাব আবদুল ওয়াহিদ,
জনাব মো: আব্দুর রব,
জনাব মোহামদ মোসলেহ ঊদ্দিন ,
শ্রীমতি ব্যারিষঠার চয়নিকা দও,
শ্রী শক্তি দেব,
জনাব সৈয়দ আবু আফছার
জনাব আব্দুর রহিম দাদুল,
জনাব খনদকার কামাল হোসেন,
জনাব সৈয়দ আব্দুল গাফফার,
জনাব মিলন আহমেদ,
জনাব দেওয়ান আব্দুল গফরান চৌধুরী,
শ্রী শংকর দে
( বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি ),
শ্রী আশীষ পাল,
জনাব সৈয়দ মাহবুব
( বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি )।

এই পর্বের সমাপ্তি লগ্নে সংসদ ডলি বেগম কে এসোসিয়েশন এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সভাপতি লায়েকুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোর্শেদ আহমেদ মুক্তা।
মন্ট্রিয়ল থেকে আগত অতিথী শিল্পী দেবপ্রিয়া কর রুমার একক সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে সমাপনী পর্ব চলাকালীন সকলের মাঝে নৈশ ভোজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শব্দ নিয়ন্ত্রণে ছিলেন দেবাশীষ, তবলায় রনী পালমার ও কী বোর্ডে জাহিদ হাসান।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ