বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কানাডা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

গত ১৩ নভেম্বর রোববার কানাডা বিএনপি’র উদ্যোগে ৪৭তম মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে টরেন্টোর ৩০১৬ ডেনফোর্থ এভিনিউয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন আহাদ খন্দকার।

সভা পরিচালনা করেন এজাজ আহমেদ খান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাবিবুর রহমান চৌধুরী মারুফ। সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী রেজাউর রহমান, রেশাদ চৌধুরী, এস তপন মাহমুদ, জাকির খান, ডঃ সিরাজুল হক চৌধুরী, মাহবুব চৌধুরী (রণি), গোলাম রণি, আবু জাহেদ আলম, প্রকৌশলী আবু জহির মোঃ সাকিব, নাজমা হক, সুহেলুজ্জামান খান, প্রকৌশলী শরিফ খান, রিমন ইসলাম, শহীদুর রহমান, সৈয়দ তৌফিক রহমান, সঞ্জীব রায়, নাহিদ আহমেদ, হোসেন আহমেদ লনি, আমিনুর রশীদ চৌধুরী বাবু, মোহাম্মদ শাহেদ, মফিজুর রহমান, ইশফাক এলাহি চৌধুরী, শরীফ চৌধুরী।

সভায় বক্তারা বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে বলেন, ৭ নভেম্বর বিপ্লব দেশ একদলীয় বাকশাল ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছিল। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন এবং বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। দেশের এই দুঃশাসন অবসানে ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরশাসন মুক্ত করতে হবে। সভায় সকল বিভাগীয় সমাবেশ ও ১০ ডিসেম্বরের ঢাকার মহাসমাবেশ সফল করতে সবাইকে সাধ্যমত কাজ করার আহ্বান জানানো হয়।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ