করোনাভাইরাস নিয়ে তথ্য পুস্তিকা প্রকাশ করেছে কানাডিয়ান সেন্টার

টরন্টো ১৮ অক্টোবর, রবিবার ২০২০: করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক একটি
সচেতনতামূলক তথ্য পুস্তিকা প্রকাশ করেছে কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন এন্ড
নলেজ। এটি বাংলা এবং ইংরেজী দু্ই ভাষায় প্রকাশিত হয়েছে এই মাসেই।
তথ্য পুস্তিকায় যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মধ্যে করোনাভাইরাস বা
কোভিড-১৯ কী, এর লক্ষণগুলি কী কী, চেক করার কৌশল, সেল্প আইসোলেশন, কীভাবে
ছড়িয়ে পড়ে, পরিষ্কার এবং জীবানুনাশক পদ্বতি, মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়াসহ
বিভিন্ন বিষয় অন্যতম।
কানাডিয়ান সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে কোভিড-১৯ বিষয়ক এই তথ্য পুস্তিকায়
কানাডিয়ানদের করোনাভাইরাস সম্পর্কিত তথ্য এবং সুরক্ষিত থাকার কৌশল জানতে
সহায়তা করবে। সংগঠনের ওয়েবসাইটে www.canadian-centre.org তথ্য পুস্তিকাটি
পাওয়া যাবে। এছাড়া আগ্রহীরা ইমেইল cciktoronto@gmail.com করে অনুরোধ জানালেও
তাঁদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ইতোমধ্যে প্রায় ৪০০ কপি বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, কানাডিয়ান রেড ক্রস এবং কানাডা সরকার (কর্মসংস্থান এবং সামাজিক
উন্নয়ন কানাডা) তথ্য পুস্তিকাটি প্রকাশে সহায়তা করেছে।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ