অন্টারিও প্রদেশের হেয়ার সেলুন ও রেস্টুরেন্ট শুক্রবার খুলছে, তবে…..

ভোরের আলো রিপোর্ট: কানাডার অন্টারিও প্রদেশের হেয়ার সেলুন (ট্যাটু পারলার, বিউটি সেলুন), শপিং মল ও রেস্টুরেন্টগুলো শুক্রবার থেকে খুলছে। টরেন্টো এরিয়া ও অন্টারিও প্রদেশের অন্য কিছু এলাকা এ আওতার বাইরে থাকবে। অথাৎ টরেন্টোতে আপাতত এসব সেবা খুলছে না। আজ স্টেজ-২ ঘোষণাকালে এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানানো হয়েছে। অন্টারিও সরকারের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিদিনই করোনা পরিস্থিতি অ্যাসেসমেন্ট করছেন তারা। ওই অনুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তালিকা তৈরি করা হচ্ছে। আগামী শুক্রবার থেকে সোশ্যাল গেদারিং রুলসে পরিবর্তন আনা হচ্ছে। ১০ জন এখন থেকে এক সঙ্গে গেদারিং করতে পারবেন। আগে এ সংখ্যা ছিল পাঁচ জন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ