ভোরের আলো ডেষ্ক: একুশ দিনে করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। করোনামুক্ত হলেও পুরো সুস্থ হতে আরো বিশ্রামের প্রয়োজন। চিকিৎসকরা তাকে এমন পরামর্শ দিলেও গতকাল সকালে ছুটে গেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জানাজায় অংশ নিতে।
বনানীতে মোহাম্মদ নাসিমের জানাজায় অংশ নেয়ার পাশাপাশি তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এই বীর যোদ্ধা। সকালে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজের টয়োটা-১০০ প্রাইভেটকারে চড়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জানাজায় উপস্থিত হন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সঙ্গে ছিলেন ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু ও তার একজন সহকারী। সেখানে মোহাম্মদ নাসিমকে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে আবুল মনসুর আহমদ ও তাজউদ্দিন আহমদের কবর জিয়ারত করেন। সেখানে থাকা অবস্থায় তিনি কারো সঙ্গে কথা বলেননি।
জানা যায়, এর আগে জাফরুল্লাহ চৌধুরী নাকি তার চিকিৎসককে বলেছেন, ‘আমি যদি মোহাম্মদ নাসিমের জানাজায় গিয়ে মারাও যাই, তবুও আমি তার জানাজায় যেতে চাই।’
জানতে চাইলে ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, যতটুকু দেখলাম ওনার শরীর কিছুটা ক্লান্ত মনে হয়েছে। কিন্তু মানসিকভাবে ওনি সুস্থ রয়েছেন। তবে কথা বেশি বলতে পারেন না। খুব ক্ষীণ আওয়াজ। একটু একটু কথা এখন বলতে শুরু করেছেন। সবাইকে চিরকুট দিচ্ছেন। আমার সঙ্গেও চিরকুট দিয়ে কথা বলেছেন। স্যারের করোনা পজেটিভ আসার পর প্রায় দিনই আমি গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ওনার সঙ্গে দেখা করেছি। গত ৩ থেকে ৬ই জুন পর্যন্ত ওনার স্বাস্থ্যের অবস্থা কিছুটা অবনতি ছিল। এ সময় তিনি পুরো বিশ্রামে ছিলেন। অন্যান্য সময় বই এবং খবরের কাগজ পড়ে সময় কাটিয়েছেন। এছাড়া ওনাকে দেখতে গেলেই করোনা পরিস্থিতিতে দেশের মানুষ কেমন আছে? সাধারণ মানুষগুলো এই মহামারিতে কীভাবে বাঁচবে? এসব নিয়েই কথা বলতেন। এদিকে জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক ও ছেলে বারিশ চৌধুরীও করোনাভাইরাসে সংক্রমিত হন। শিরিন হকের একটি পরীক্ষায় নেগেটিভ এসেছে। ছেলে এখনো পজেটিভ। তিনি ভালো আছেন।
উল্লেখ্য, গত ২৫শে মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজেটিভ আসে। এর পর থেকেই রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গত ৪ঠা জুন রাতে ৭৯ বছর বয়স্ক এই মুক্তিযোদ্ধা চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হয়। তবে শনিবার থেকে ধীরে ধীরে তার উন্নতি হতে থাকে। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড কাজ করছে।