মৃত্যুর হারে দেশে শীর্ষে সিলেট

এখন পর্যন্ত বিভাগের বাকি তিন জেলার প্রতিটিতে মারা গেছেন ৪ জন করে। বাকি তিন জেলার মধ্যে মৃত্যুর হার সবচেয়ে কম সুনামগঞ্জে। এ পর্যন্ত ৫১৮ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন মাত্র ৪ জন। ফলে সুনামগঞ্জের মৃত্যুর হার শতকরা দশমিক ৭৮। এছাড়া হবিগঞ্জে মৃত্যুর হার ১ দশমিক ৬৭ ও মৌলভীবাজারে ২ দশমিক ০৯। সুস্থতার দিক দিয়ে বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে হবিগঞ্জ। এ জেলায় সুস্থতার হার ৬৫ দশমিক ৭০। জেলায় মোট আক্রান্ত ২৩৯ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫৭ জন। আর মৌলভীবাজারে আক্রান্ত ১৯১ জনের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৭৩ জন। ওই জেলায় সুস্থতার হার ৩৮ দশমিক ২২ শতাংশ।

এদিকে, গতকাল সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ছিল ২ হাজার ৩২০ জন। এর মধ্যে মারা গেছেন মোট ৪৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮৯ জন। আক্রান্ত বিবেচনায় সিলেট বিভাগের সুস্থতার হার ২১ দশমিক শূন্য ৮ ও মৃত্যু হার ২ দশমিক শূন্য ৭।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ