কানাডার গভর্ণর জেনারেল জুলি পায়েঠ কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগে পদত্যাগ করেছেন গত ২১ জানুয়ারী।তাঁর বিরুদ্ধে আনীত কর্মক্ষেত্রে উদ্বেগ ও হয়রানির অভিযোগ পর্যালোচনা রিপোর্টে গভর্ণর জেনারেলের অফিসের আভ্যন্তরীণ কাজের পরিবেশ সম্পর্কে খুব নেতিবাচক চিত্র উঠে এসেছে।এ রিপোর্টের প্রেক্ষিতে গত বুধবার প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো গভর্ণর জেনারেল জুলি পায়েঠের সাথে সাক্ষাত করে তাকে পদত্যাগের আহবান জানিয়ে ছিলেন। গতকাল গভর্ণর জেনারেল জুলি পায়েঠ তাঁর পদত্যাগ পত্রে ক্ষমা চেয়ে বলেছেন “প্রত্যেক সময় এবং সব পরিস্তিতিতে একটি স্বাস্হ্যকর ও নিরাপদ কাজের পরিবেশের অধিকার রয়েছে।গভর্ণর জেনারেলের সেক্রটারীর কার্যালয়ে সেটি সব সময় ঘঠে বলে মনে হয় না।গত কয়েক মাসে রিদাউ হলে যে উত্তেজনা দেখা দিয়েছে সেজন্য আমি দুঃখিত।