চীনের মহাবিপদ

চীন এমন একটি দেশ যেখানে বিশ্বের বৃহত্তম জনসংখ্যা যা কিনা ১৩৭ কোটির কাছাকাছি, সেখানে অনেক সারনেম বা উপাধি থাকবে সে তো স্বাভাবিকই। আপনিও নিশ্চয়ই তাই মনে করছেন। কিন্তু ব্যাপারটা মোটেই তা নয়। আর ক’দিনের মধ্যে চীনের মোট জনসংখ্যা ১৪০ কোটির কাছাকাছি পৌঁছে যাচ্ছে, তবে সেখানে উপাধি আছে মাত্র ১০০টি। পরিস্থিতি এমন যে বিভিন্ন ধরণের অসুবিধা দেখা দিয়েছে। আপনি যখন চাইনিজ নাম শুনবেন তখন আপনার মনে হবে একই নাম যেন ঘুরে ফিরে আসছে। ওয়াং, লি, ঝাং, লিউ বা চেনের মতো নাম আপনি বারবার শুনবেন। সিএনএন-এর রিপোর্ট মোতাবেক, চীনে মাত্র চার-পাঁচটি উপাধি মোট জনসংখ্যার ৩০ শতাংশ জুড়ে রয়েছে।

চীনা জনসুরক্ষা মন্ত্রণালয়ের নথি থেকে জানা গেছে, চীনা জনসখ্যায় মোট ৬০০০ পদবি ব্যবহার করা হয়। তবে মোট জনসংখ্যার মধ্যে ৮৬ শতাংশ মানুষ মাত্র ১০০টি উপাধি ব্যবহার করে। তবে এব্যাপারে ভারত ও আমেরিকা চীনের চেয়ে এগিয়ে রয়েছে। ভারত জনসংখ্যায় চীনের চেয়ে সামান্য পিছিয়ে রয়েছে, কিন্তু ভারতে কোটি কোটি উপাধি রয়েছে। লক্ষ লক্ষ উপাধি প্রচলিত রয়েছে। আমেরিকার দিকে যদি লক্ষ্য করা যায়, আমেরিকার জনসংখ্যা চীনের এক-চতুর্থাংশ। কিন্তু এখানেও লক্ষ লক্ষ উপাধি প্রচলিত আছে। চীনের সবচেয়ে জনপ্রিয় ১০টি উপাধির মধ্যে রয়েছে ওয়াং, লি, ঝাং, লিউ, চেন, ইয়াং, হুয়াং, ঝাও, উউ এবং ঝো। চীন নিজেকে পুরোপুরি ডিজিটালাইজ করেছে। এপয়েন্টমেন্ট থেকে ট্রেনের টিকিট সবই অনলাইনে টিকিট কেনা হয়। যদি আপনার নামটিতে বিরল অক্ষর বা উপাধি থাকে তবে এদের ডেটাবেসে এটি পাওয়া যাবে না। এ কারণে আপনার সমস্যা হতে পারে।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ