উৎসবমুখর পরিবেশে সিলেট সমিতির পিকনিক অনুষ্টিত

উৎসবমুখর আনন্দঘন পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে গত ৬ই আগস্ট মন্ট্রিয়লের Promenade Bellerive urban পার্কে অনুষ্টিত হলো ঐতিহ্যবাহী সিলেট জেলা সমিতি, মন্ট্রিয়ল, কানাডার ২০২৩ সালের পিকনিক। সুষ্ঠু পরিকল্পনা এবং নিখুঁত ব্যবস্থাপনায় অনুষ্টিত পরিমিত কলেবরের এ আয়োজনে অংশগ্রহণ করেন নির্জঞ্জাট আউটিং পছন্দ করা গ্রেটার মন্ট্রিয়েলে বসবাসকারী উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী ক্যানাডিয়ান পরিবার।
খাবার-দাবার, র‍্যাফেল ড্র, বাউল শিল্পী জুবায়েরের পরিবেশনা এবং বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন ছিল যা ব্যস্ত সময় কাটিয়েছেন উপস্থিত সবাই। দিনব্যাপী এ আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল বনভোজন স্থল থেকে Boucherville পর্যন্ত এক ঘণ্টার up-down নৌবিহার|
এছাড়া দুই প্রজন্মের খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত “হাই একাদশ” এবং “করিম একাদশ” এর মধ্যকার তীব্র উত্তেজনাকর প্রীতি ফুটবল ম্যাচটি ছিল এবারের বনভোজনের আলোচিত বিষয়। গোলের বিবেচনায় অমীমাংসিত এ ম্যাচে অসাধারণ ফুটবল নৈপুণ্য প্রদর্শন করেছেন এককালের কৃতি ফুটবলার আব্দুল করিম, আলহাজ্ব তৌফিকুল হক, মঞ্জুরুল আলম এবং মোয়াজ্জেম সাজুসহ আরো কয়েকজন। দুই পক্ষের গোলকিপার আব্দুল হাই এবং শিহাবের বেশ কয়েকটি নজরকাড়া সেভ নজর কেড়েছে দর্শকদের।
দিনের একেবারে শেষ দিকে অনুষ্টিত হয় বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ। এ পর্যায়ে সভায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান তোফায়েল আহমেদ আসলাম, মোফাজ্জল হোসেন, ফারুক আহমেদ, তাজুল ইসলাম, শিহাব উদ্দিন, আব্দুল করিম, জয়নাল উদ্দিন, জয়নাল আবেদীন জামিল, আলহাজ্ব তৌফিকুল হক, রফিকুল হক দূর্লভ এবং সাধারণ সম্পাদক আব্দুস সবুর।
সবশেষে সংগঠনের সব সংগঠক, পিকনিক আয়োজক কমিটি, স্পনসর এবং অংশগ্রহণকারী সব অতিথিকে ধন্যবাদ জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন সমিতির সভাপতি আব্দুল হাই। এভাবেই সমাপ্তি ঘটে তিন বছর পর অনুষ্টিত হওয়া অত্যন্ত সফল এই বার্ষিক অনুষ্টানের|

 

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ