দীন ইসলাম: ৫ম সম্মিলিত বাংলা মেলার প্রস্তুতি শেষ। এখন অপেক্ষার পালা। ০৬ আগস্ট রবিবার ডেন্টোনিয়া পার্কে অনুষ্ঠিতব্য মেলায় গানে গানে মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী শুভ্রদেব এবং দিনাত জাহান মুন্নী। এছাড়া কলকাতার শিল্পী মহুয়া পারেলসহ টরেন্টোর জনপ্রিয় অনেক সংগীত শিল্পী গান পরিবেশন করবেন। গানের পাশাপাশি নাচও থাকছে সম্মিলিত বাংলা মেলার এবারের আসরে। ইতিমধ্যে স্টল বিক্রির ধুম লেগেছে। ৬০ টি স্টল বসছে এবারের মেলায়। এসব স্টল থেকে জামা-কাপড়, জুয়েলারি কিনতে পারবেন দর্শনার্থী। এছাড়া চাইলে খাবারের স্বাদও নিতে পারবেন। ১০ টি খাবারের স্টল থাকবে এবারের মেলায়। এর আগে দুই দফা ডেনফোর্থের ধানসিড়ি ও রেট হট তন্দুরি রেস্টুরেন্টে প্রস্তুতি সভা করেছে সম্মিলিত বাংলা মেলার আয়োজকরা। এতে মেলা কমিটি’র নেতৃবৃন্দ ছাড়াও স্পন্সরদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ টরেন্টোর বাঙ্গালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা সবাই তাদের পরামর্শমূলক বক্তব্যে, সম্মিলিত বাংলা মেলা এবারের আয়োজনটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সম্মিলিত বাংলা মেলার টাইটেল স্পন্সর মর্টগেজ এজেন্ট আনিসুর রহমান বলেন, আমরা চেষ্টা করলে আরও ভালভাবে মেলা করতে পারবো। আমি আছি আপনাদের সাথে। যে কোন সহায়তায় আপনারা আমাকে পাবেন। মর্টগেজ এজেন্টও আয়োজক কমিটির সদস্য সচিব বজলুর মারুফ বলেন, সম্মিলিত বাংলা মেলার সাথে নিজে যুক্ত হয়ে আমি আনন্দিত। আশা করছি সবাই মিলে একটি ভাল মেলা উপহার দিতে পারবো। টাইটেল স্পন্সর ব্যারিস্টার রিজুয়ান রহমান বলেন, আশা করছি সম্মিলিত বাংলা মেলা কমিটি একটি সুন্দর মেলা উপহার দেবে। আরেক টাইটেল স্পন্সর সিএম ইঞ্জিনিয়ার্স এর এমডি ফয়সাল আহমেদ বলেন, অতীতের ধারাবাহিকতায় এবারও একটি সুন্দর মেলা দেখতে চাই। আশা করছি সবার প্রত্যাশা পূরণ করতে পারবে বাংলা মেলা। এদিকে সম্মিলিত বাংলা মেলার আয়োজক কমিটিতে সুদীপ সোম রিংকু, আবুল আজাদ, বজলুর মারুফ এবং শেখ হাসিব হোসেনকে দায়িত্ব দেয়। তারাই ৫ম সম্মিলিত বাংলা মেলার প্রান সুদীপ সোম রিংকু আয়োজক কমিটির কনভেনর, আবুল আজাদ চেয়ারম্যান, বজলুর মারুফ মেম্বার সেক্রেটারি এবং শেখ হাসিব হোসেন প্রধান উপদেষ্টা।