‘দ্যা ফিফথ স্টেট’ এ যোগ দিলেন আব্দুল্লাহ আল ইমরান

চ্যানেল টুয়েন্টি ফোর এর টিম সার্চলাইটের সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ আল ইমরান টরন্টো বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধানী সাংবাদিকতা ব্যুরোতে ইন্টার্নশীপ শেষে সম্প্রতি যোগ দিলেন বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন-CBC-তে। টেলিভিশনটির প্রাইম ইনভেস্টিগেটিভ শো ‘দ্যা ফিফথ স্টেট’  এ অ্যাসোসিয়েট প্রডিউসার হিসেবে।
দৈনন্দিন সাংবাদিকতার বাইরে ‘অরিজিনাল জার্নালিজম’-এর ব্রত নিয়ে ১৯৭৫ সালে শুরু হওয়া ‘দ্যা ফিফথ স্টেট’ গত প্রায় ৫০ বছরে অজ¯্র রহস্য, দুর্নীতি ও অপরাধের তথ্য উন্মোচন করে কানাডা ও কানাডার বাইরে কোটি মানুষের ভরসার প্রতীক হয়ে উঠেছে।
আব্দুল্লাহ আল ইমরান এ যোগদান সম্পর্কে বলেন, অনুসন্ধানী সাংবাদিক মাত্রেরই মর্যাদাপূর্ণ এই দলে য্ক্তু হওয়া স্বপ্নের মতো ব্যাপার। এ স্বপ্ন তো আমারও ছিল। তবে আমি সেই সৌভাগ্যবানদের একজন, যার সে স্বপ্ন কেবল স্বপ্নই থাকেনি, পূরণও হয়েছে।
তিনি আরো বলেন, বিগত বছরগুলোয় বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতায় আমার নিরলস চেষ্টা আর কঠোর পরিশ্রম আপনারা দেখেছেন। প্রতিকূল পরিবেশেও সত্য প্রকাশের যে দৃঢ় মানসিকতা, আমি মনে করি সেটিই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে এবং শেষ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে আরও বিস্তৃত পরিসরে কথা বলার বৈশ্বিক প্লাটফর্ম তৈরি করে দিয়েছে।
তিনি আরো জানান, একাধিক ইন্টারভিউ এবং নানা প্রক্রিয়া শেষে সম্প্রতি যখন বিশাল অংকের (পরিমাণ দেখে আমি সত্যি ঘাবড়ে গেছি) বাৎসরিক এগ্রিমেন্টটি সাইন করলাম, তখন জানলাম, আমি-ই প্রথম কোনো বাংলাদেশী সাংবাদিক, যে কিনা ফিফথ স্টেটে অনুসন্ধানী সাংবাদিকতা চর্চার সুযোগ পেল! দোয়া করবেন, সাংবাদিকতার বৈশ্বিক এই যাত্রায় যেন দেশের নাম আরও উজ্জ্বল করতে পারি। বাবা-মা, স্ত্রীসহ পরিবারের অন্যান্য আত্মীয়-স্বজন, বন্ধু ও সার্চলাইট টিমের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা। কেননা, বাকিরা শুধু হাতি-ঘোড়া মারা সাফল্য দেখলেও এর পেছনের জটিল পরিস্থিতি সামলাতে হয়েছে তাদেরই।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ