কানাডা বিএনপি’র বিজয় দিবসের আলোচনা রাজবন্দিদের মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

ভোরের আলো রিপোর্ট: বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেপ্তারকৃত সব রাজবন্দীদের মুক্তি দাবি করেছে কানাডা বিএনপি।  একই সঙ্গে গণতন্ত্র ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠায় অঙ্গীকার ব্যক্ত করেছে তারা। গত ২৬ শে ডিসেম্বর কানাডার টরন্টোর ৩০১৬ ডেনফোর্থ এভিনিউতে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনায় বক্তারা এসব দাবি ও অঙ্গীকারের কথা তুলে ধরেন। সভায় বক্তারা বলেন, ঢাকার বিভাগীয় সমাবেশ বানচাল করার জন্য সরকার ও সরকারের পুলিশ বাহিনী পরিকল্পিতভাবে নয়াপল্টনে হামলা চালিয়েছে। গুলি করে বিএনপি’র এক কর্মীকে হত্যা করেছে পুলিশ। শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে। বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি। কানাডা বিএনপি’র নেতা আহাদ খন্দকারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন এজাজ আহমেদ খান। বক্তারা বলেন, এক দফার আন্দোলনের মাধ্যমে নৈশ্যভোটের সরকারকে উৎখাত করে  দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সভায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভায় বক্তব্য রাখেন মাহবুবুর রব চৌধুরী, রেশাদ চৌধুরী, , এস তপন মাহমুদ, জাকির খান, আখলাক হোসেন, ড. মোহাম্মদ হানিফ উদ্দিন, মাহবুব চৌধুরী রনি, ড. সিরাজুল হক চৌধুরী, আমরিন হোসেন, প্রকৌশলী আবু জাহির মো. সাকিব, আলী হোসেন, মো. শহীদুর রহমান, সালাহউদ্দিন আহমেদ, দেলোয়ার হোসেন বকুল, শরীফ চৌধুরী, আনোয়ার হোসেন ও মঈন চৌধুরীসহ আরও অনেকে।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ