উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার নতুন কমিটি

মহান ভাষা আন্দোলনে দেশপ্রেমের যে বীজ রোপিত হয়েছিল,’৭১ এ বাঙালির মুক্তিযুদ্ধ ছিল তার হাজার বছরের ইতিহাসে এক গৌরব গাথা। সেই মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল ও অসাম্প্রদায়িক ঐক্যবন্ধন গড়ার লক্ষে প্রবাসী বাঙালি এবং নুতন প্রজন্মের উন্মেষ ঘটানোর প্রয়াসে উদীচী শিল্পী গোষ্ঠী অব ক্যানাডা অক্টোবর ২৯, ২০২২ ইং; শনিবার,স্থানীয় বাংলাদেশ সেন্টারে বিপুল উৎসাহ উদ্দীপনা ও হল ভরা দর্শক-শ্রোতার মাঝে অনুষ্ঠিত হয়ে গেলো উদীচীর সম্মেলন ২০২২। বিদায়ী সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে একে একে সাধারন সম্পাদক ও কোষাদ্ধ্যক্ষের রিপোর্ট প্রদান এবং তার উপর আলোচনা অনুষ্ঠিত হয়। রিপোর্ট প্রদান করেন যথাক্রমে দেবাশীষ সাহা ও ঝুম্পা চক্রবর্তী। নুতন উপদেষ্টা পরিষদে যারা নির্বাচিত হলেন, তারা হলেন-মাসুদুর রহমান মাসুদ, আলী আসগর খোকন, ডঃ সুশীতল চৌধুরী, অসীম ভৌমিক, শ্যামল ভট্টাচার্য, পীযুষ বর্মণ এবং মোহাম্মদ কুদরত ই এলাহি। উপদেষ্টা মাসুদুর রহমানের নেতৃত্বে তপন সাইয়েদ ও ডঃ সুশীতল চৌধুরীর বিষয় নির্বাচনী কমিটি ৩৫ সদস্য বিশিষ্ট নুতন কার্যকরী পরিষদের নাম ঘোষণা ও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নুতন সদস্যদের শপথ গ্রহনের পর উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিবর্গ শুভেচ্ছা বানীতে উদীচীর উত্তরাত্তোর সফলতার আশাবাদ ব্যাক্ত করেন। শেষে উদীচীর শিল্পীদের জাগরনী সঙ্গীতের পর স্থানীয় শিল্পীরা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন।

উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডা কার্যকরী পরিষদ -২০২২ইং
সভাপতি– সুমন সাইয়েদ,

সহ সভাপতি– তপন সাইয়েদ, সুমি বর্মণ, দেবাশিষ সাহা, জ্যাকুলিন রোজারিও, রাশিদা এলাহি, ডঃ হাবিবুল্লাহ টরী।

সাধারন সম্পাদক– মিঠুন রেজা,

সহ সাধারন সম্পাদক– ইভা নাগ,

কোষাধক্ষ্য– ঝুম্পা চক্রবর্তী,

সম্পাদক মণ্ডলী– গৌরি দাস, সামসুল আলম, রিফাত জামান তমাল, দ্যুতি অরনী মিতি।
সদস্য– মামুনুর রশীদ, দীনা সাইয়েদ, হারুনুর রশীদ শ্যামল, শবনম শায়লা তনুকা, উমামা নওরোজ ইত্তেলা, লুৎফা জাবীন লীনা, ইন্দিরা রায়, শবনাম শায়েমা তনিমা, প্যাট্রিক রোজারিও, শাহেদা জাকির পাপিয়া, স্বপ্না দাস, আব্দুল বারি, জয়া দত্ত সেনাপতি, সোহানা আমিন, কামরান করিম, মোহাম্মদ মাহবুবুল হক, রোজিনা করিম কনক, সেরীনা নুঝাত, সোফিয়া হাবিব বিদিতা, হাবিবুর রহমান পলাশ, নওশিন জামান।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ