প্রথম পুরষ্কার জিতলেন আরিফুর রহমান

সেন্ট লরেন্ট আর্টিস্ট এসোসিয়েশন আয়োজনে মন্ট্রিয়লে সেন্টার দ্য লোয়াজির সেন্ট লরেন্টে গত ৮ অক্টোবর থেকে ৩৫ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে চিত্র প্রদর্শনী-২০২২ শুরু হয়েছে। এ প্রদর্শনীটি আগামী ২৩ অক্টোবর পর্যন্ত চলবে। বাংলাদেশী কানাডিয়ান গুণী চিত্রশিল্পী মোহাম্মদ আরিফুর রহমানের একটি চিত্রকর্মও প্রদর্শিত হচ্ছে।

গত ১৩ অক্টোবর ছিল পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। ৩৪ জন শিল্পীকে পিছনে ফেলে প্রথম পুরষ্কার জিতে নেন মোহাম্মদ আরিফুর রহমান। তার হাতে প্রথম পুরস্কারের সার্টিফিকেট এবং প্রাইজমানির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেন্ট লরেন্ট এর ব্যুরো মেয়র এলেন ডি সুজা। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র শিল্পী ড্যানিয়েল মুস্টি, লিস লাভোয়া, নাদিয়া চেপমান, সিটি কাউন্সিলর এরিক সালেমসহ গুণী ব্যক্তিবর্গ।

বাংলাদেশীদের অনেকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সারিতে বসে আনন্দিত হয়েছেন এবং আরিফুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশীদের মধ্যে ছিলেন সরগম মিউজিক একাডেমীর পরিচালক রনজিত মজুমদার এবং খান ইকবালসহ আরো অনেকে।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ