কানাডা বিএনপি’র স্বাধীনতা দিবস পালন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভোরের আলো রিপোর্ট: বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে কানাডা বিএনপি। গত ৩ এপ্রিল রবিবার টপ এশিয়ান চাইনিজ রেস্টুরেন্টে স্বাধীনতার ৫১তম বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কানাডা বিএনপি নেতা আহাদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার সঞ্চালনা করেন মাহবুব চৌধুরী রনী। আলোচনা সভায় বক্তব্য রাখেন মাহবুবুর রব চৌধুরী, ফারুক খান, ড. মোহাম্মদ হানিফ, নূরুল ইসলাম, রাসেল সিদ্দিকী, এজাজ আহমেদ খান, জাকির খান, মিজবাউল ফাহিম চৌধুরী, জাকারিয়া রশীদ চৌধুরী, মহিলা দলের নেত্রী নাজমা হক, ডা. সিরাজুল হক চৌধুরী, গোলাম রনি, আবু জাহিদ আলম, আবু জহির মুহাম্মদ সাকিব, আলী হোসেন, মোহাম্মদ হোসেন,এডভোকেট এম এ মালেক, লিটন আহমেদ, এম, এ তারেক, মেহেদী ফারুক, মোস্তাফিজুর রহমান, শহিদুর রহমান, মাহফুজা জলি, সালাহউদ্দিন আহমেদ, নাহিদ আহমেদ, আরিফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তারা বলেন, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন জেলে। তাকে বন্দী করে বাংলাদেশে একনায়কতন্ত্র কায়েম করেছে হাসিনা গংরা। আগামী নির্বাচনের আগে তাদের বিদায় করতেই হবে। না হলে বাংলাদেশ আবারও পিছিয়ে যাবে। তারা বলেন, বাংলাদেশ কি আরেকটি শ্রীলঙ্কা হতে চলেছে। প্রবাসে আমাদেরকে বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে কাজ করতে হবে। এটার বিকল্প নেই। আসুন আমরা বাংলাদেশ বাঁচাই। আলোচনা শেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ডা. সিরাজুল হক চৌধুরী। আলোচনা সভা ও ইফতার মাহফিল এ অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান আহাদ খন্দকার।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ