চীনে টেসলার শোরুম, মার্কিন সংস্থার নিন্দা

 চীনের শিনজিয়াং প্রদেশে শোরুম চালু করার ঘোষণা দিয়েছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা। এ নিয়ে ক্ষোভ দেখাচ্ছে মার্কিন মানবাধিকার সংস্থাগুলো।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো গত কয়েক বছর ধরে দাবি করে আসছে শিনজিয়াং প্রদেশে চীন ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করছে। সেখানে ১০ লাখেরও বেশি উইঘুরকে বিভিন্ন শিবিরে বন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

প্রথম থেকেই এমন দাবি অস্বীকার করে আসছে চীন। দেশটির দাবি, মূলত এই নাগরিকদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়ার জন্যেই এই শিবিরগুলো চালু করা হয়েছে।

এই বিতর্কের মধ্যেই টেসলা ঘোষণা করেছে যে, শিনজিয়াং-এর প্রাদেশিক রাজধানী উরুমকিতে একটি শোরুম চালু করতে যাচ্ছে তারা। গত শুক্রবার নিজেদের অফিসিয়াল ওয়েইবো একাউন্টে টেসলা এই ঘোষণা দেয়।

মঙ্গলবার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন। এটি মুসলিমদের নিয়ে কাজ করা সবথেকে বড় মার্কিন সংস্থা। তারা বলছে, টেসলা গণহত্যাকে সমর্থন দিয়েছে।

সংস্থাটির দাবি, ইলন মাস্ককে অবশ্যই শিনজিয়াং-এ টেসলার শোরুম বন্ধ করতে হবে। একই ধরণের নিন্দা এসেছে মার্কিন গ্রুপ অ্যালায়েন্স ফর আমেরিকান ম্যানুফ্যাকচারিং ও মার্কিন সিনেটর মার্কো রুবিও থেকেও।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ