পাপনের ‘শক্ত স্টেপের’ বিষয়ে জানতে চান পররাষ্ট্রমন্ত্রী

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন শনিবার (২৪ এপ্রিল) বলেছেন, ভারত থেকে টিকা আনার জন্য সরকারকে শক্ত স্টেপ নিতে হবে। তার এই বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, শক্ত স্টেপটা কী? আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের পরররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি।

ভারতের সঙ্গে বাংলাদেশ সরকার এ বিষয়ে কি কোনও আলোচনা করেছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন শনিবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অনুরোধ করা হয়েছে।’

মন্ত্রী বলেন, শক্ত স্টেপটা কী? আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের পরররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। তিনি বলেছেন, ‘এটি দেওয়া হবে। তবে এ মুহূর্তে একটি ডিসরাপশন হচ্ছে। তিনি খুব পরিষ্কার করে বলেছেন— চুক্তি অনুযায়ী দেওয়া হবে, কিন্তু কিছুটা ডিসরাপশন হচ্ছে। কারণ, দেশের চাহিদা এখন অনেক বেশি এবং আমরা অন্য দেশকেও পাঠাতে পারছি না।’

ভারতের রাষ্ট্রদূতকে অনুরোধ করে দিল্লি পাঠানো হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে— ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রীকে বলতে পারি।’

একে আব্দুল মোমেন বলেন, ‘এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে— প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। এরপর আর কোথায় বলবো।’উৎসঃ   বাংলা ট্রিবিউন

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ