স্মৃতির মিনার হোক লুটেরা মুক্ত।

৭ ফেব্রুয়ারী ২০২১, রবিবার রাত ৮টায় মাহবুব চৌধুরী রনি’র সঞ্চলানায়- অন্টারিও শহীদ মিনার নির্মান কমিটি IMLD থেকে দু’জন অভিযুক্ত চিহ্নিত লুটেরাকে বহিষ্কারের দাবীতে টরন্টোর সকল ক্রিয়াশীল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের এক ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহন করেন।
সভায় বক্তারা শহীদ মিনার কমিটির সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সকল বক্তারাই শহীদ মিনার নির্মানের কমিটি থেকে অভিযুক্ত ও বিতর্কিত ব্যক্তিদের বহিষ্কার করার আহ্বান জানান। যাদের কারণে এই অভিযুক্তদের কমিটি থেকে বের করে দেয়া যাচ্ছে না তাদেরকেও চিহ্নিত করাও উক্ত সভায় উত্থাপিত হয়, কারণ তাদের সহযোগিতায় এরা এখনও কমিটিতে বহাল তবিয়তে আছে এবং বিভেদ-বিবাদের সৃষ্টি করছে। তারা এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে, তাদেরও সামাজিকভাবে বর্জন করার ঘোষনা দেয়া হবে বলে কোন কোন বক্তা অভিমত ব্যক্ত করেন।  

বক্তারা বলেন, শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারের চেতনা-মর্যাদাকে অম্লান রাখতে হবে। শহীদের চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের কাছে মাথা নত না করা। একুশ হচ্ছে দেশপ্রেম ও প্রতিবাদের আরেক নাম। একুশ হচ্ছে স্বাধীনতার ভিত্তিমুল ও রক্তবীজ। শহীদ মিনার নির্মান প্রক্রিয়ায় আমরা এমন কোনও বিতর্কিত ও অভিযুক্ত ব্যক্তিদের দেখতে চাই না যাতে করে শহীদের আত্মদান স্মরণে নির্মিত মিনার কোনভাবেই কলঙ্কিত ও অপবিত্র হয়।

যারা বাংলাদেশের জাতীয় স্বার্থের ক্ষতিকরে, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করে জনগণকে পথে বসাচ্ছে, ব্যাংকগুলোকে দেউলিয়ায় পরিণত করছে, সে সব লুটেরাদের স্থান কানাডার বাঙালি কমিউনিটিতে হবে না। তাদের সামাজিকভাবে বয়কট করার ঘোষণা পূর্ণব্যক্ত করা হয়। বক্তারা বলেন, এসব লুটেরাদের বিরুদ্ধে কথা বলা, সোচ্চার হওয়া সকল প্রবাসীদের বিবেকের দায় ও কর্তব্য।

সভায় আলোচনা করেন, ব্যারিস্টার আলমগীর হোসাইন, আহমেদ হোসেন, ডঃ মঞ্জুরে খোদা, ফাইজুল করিম, সুমন সাঈদ, মাসুক মিয়া, আজফর সাঈদ ফেরদৌস, ইমরুল ইসলাম, জাকির খান, মাসুদ আলী লিটন, সাদ চৌধুরী, সাকের মোস্তফা চৌধুরী, মৈয়ত্রী দেবী, আনম ইউসুফ, আসাদ নিশু, আইরিন, রাজিবুর, নওশের আলী, মোহাম্মাদ বাশার, রুহুল চৌধুরী, রোকেয়া পারভিন, আরিফ আহমেদ, জাকারিয়া চৌধুরী, ইসমত আরা, মুনির রশিদ, সোলায়মান তালুকদার, ইলিয়াস খান, লিটলী রায়, মামুনুর রশীদ . সুমন সিদ্দিক, ফাইজুল চৌধুরী, ইনতিকাব চৌধুরী তুহিন, ডঃ সুরভি সাঈদ, প্রমুখ।  

সভায় অংশগ্রহনকারী সকলের সম্মতিতে নিম্নলিখিত সিদ্ধান্ত সমুহ গ্রহন করা হয়।  

১। আগামী ১২ ফেব্রুয়ারি, শুক্রবার IMLD নেতৃবৃন্দকে কমিউনিটির নেতৃবৃন্দের সাথে বৈঠকের আমন্ত্রন জানানো হবে, অভিযুক্ত অর্থপাচাকারীদের বিষয়ে আলোচনা করার জন্য।

২। মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাসা দিবস উদযাপন উপলক্ষে একটি সর্বজনীন গ্রহনযোগ্য উদযাপন কমিটি গঠন করা হবে।

৩।  অন্টারিওর সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশজীবী সংগঠনের পক্ষ থেকে বিবৃতি প্রদান করা।

ধন্যবাদসহ

টরন্টোর সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। উৎসঃআজকাল কানাডা ডট কম

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ