টরন্টো শহরের ডেন্টোনিয়া পার্কে নির্মিত সর্ব প্রথম শহীদ মিনারের কাজ শেষের দিকে

আরিফ আহমেদ টরন্টো

অনেক জল্পনা কল্পনার পর টরোন্টোর  বাংলা পাড়ার অতি সন্নিকটে একটি পার্কে  নির্মিত শহীদ মিনারের কাজ আগামী ২১শে ফেব্রুয়ারির পূর্বেই সমাপ্ত হবে বলে অর্গানিজশন ফর টরোন্ট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট ইন্কের সদস্যরা মনে করেন।

গত নভেম্বরের ৭ তারিখ টরন্টো সিটির মেয়র জন টোরি  সহ বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গের  উপস্থিথিতে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (আইএমএলডি) স্মৃতিসৌধের কাজ শুরু করা  হয়।

অতি অল্প সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করার জন্য মেয়র  সবাইকে ধন্যবাদ জানান।  তিনি আরো বলেন,”আমি গর্বিত যে  সকলের সাহায্য এবং  সহযোগিতায়  টরন্টো শহরের একটি পার্কে এটিকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়।”

অনেক জল্পনা কল্পনার পর টরোন্টোর  বাংলা পাড়ার অতি সন্নিকটে একটি পার্কে  নির্মিত শহীদ মিনারের কাজ আগামী ২১শে ফেব্রুয়ারির পূর্বেই সমাপ্ত হবে বলে অর্গানিজশন ফর টরোন্ট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট ইন্কের সদস্যরা মনে করেন।

অর্গানিজশন ফর টরোন্ট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট ইন্কের  পরিচালক এ কে আজাদ বলেন,” প্রতি বৎসর আমরা টরন্টো শহরের বিভিন্ন জায়গায় অস্থায়ী শহীদ মিনার তৈরী করে এই মহান দিবস পালন করে আসছিলাম। আজ  আমরা খুবই আনন্দিত যে  ২০২১ সাল  থেকে আমরা সকলে একসাথে একই জায়গায় এই মহান দিবসটি পালন করতে পারবো”

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ