ইসলামবিরোধী ছবিতে দেব? সমালোচনার মুখে সরিয়ে নেয়া হলো টিজার

দেব অভিনীত ‘কমান্ডো’ সিনেমার বিরুদ্ধে ইসলাম বিদ্বেষের অভিযোগ ওঠেছে। গত ২৫ ডিসেম্বর এ অভিনেতার জন্মদিন উপলক্ষে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়।

এরপরই সিনেমাটি ‘ইসলাম বিরোধী’ বলে দাবি করা হয়। তাছাড়া এ সিনেমায় ইসলামকে ছোট করা ও ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যম হিসেবে দেখছেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তোপের মুখে সোমবার (২৮ ডিসেম্বর) সিনেমাটির টিজার সরিয়ে নিয়েছেন সংশ্লিষ্টরা। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন পরিচালক শামীম আহমেদ রনি।

এতে তিনি লিখেছেন—গত ২৫ ডিসেম্বর শাপলা মিডিয়া প্রযোজিত, আমার পরিচালিত ‘কমান্ডো’ সিনেমার টিজার মুক্তি পেয়েছে। কিন্তু সারাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা টিজারের কিছু অংশ দেখে কষ্ট পেয়েছেন।

আমি বা আমার প্রযোজক তাদের বলতে চাই, আমাদের কোনো উদ্দেশ্য ছিল না পবিত্র কালেমা কিংবা ইসলামের অবমাননা করার। পুরো সিনেমা দেখলে উল্টো সবাই বুঝতে পারতেন আমরা ইসলামকে শান্তির ধর্ম হিসেবেই দেখিয়েছি।

বরং যারা অপব্যাখ্যা করে সিনেমাটি তাদের বিরুদ্ধে। আমি বা আমার প্রযোজকও মুসলিম। ইসলামের জন্য অবমাননা করা হয় এমন কিছু আমরা কখনই করিনি, করবও না।

দুঃখ প্রকাশ করে রনি লিখেছেন—ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছাকৃত আঘাত করায় আমি, আমার টিম দুঃখ ও ক্ষমা প্রার্থনা করছি। তাদের বক্তব্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ‘কমান্ডো’ সিনেমার টিজারটি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস চ্যানেল থেকে রিমুভ (মুছে ফেলা) করে দিচ্ছি।

একই সঙ্গে যারা টিজারটি ডাউনলোড করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, তাদেরকেও রিমুভ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। খুব শিগগির টিজারটি সম্পাদনা করে প্রকাশ করা হবে।

দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার মো. সেলিম খান। তিনি সিনেমাটিকে ইসলামবিরোধী নয় বলে দাবি করেছেন। এ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ