করোনা: টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ক্ষতিপূরণ দেবে কানাডা

কানাডার ফেডারেল সরকার ‘ভ্যাকসিন ইনজুরি সাপোর্ট প্রোগ্রাম’ নামের একটি কর্মসূচি ঘোষণা করেছে। টিকা নেয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ক্ষতিপূরণ দিতে এই কর্মসূচি গ্রহণ করে দেশটি।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডায় ফাইজারের টিকা অনুমোদনের পর এ কথা জানান। সরকারি এক বিবৃতিতে বলা হয়, কোভিড ভ্যাকসিনসহ সব ধরনের ভ্যাকসিনই এ সাপোর্ট প্রোগ্রামের আওতায় থাকবে।

ভ্যাকসিন নিয়ে নাগরিকদের মনে আস্থা তৈরি করতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে দেশটির অন্টারিও প্রদেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে চলেছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, এখন পর্যন্ত কোভিড ভ্যাকসিনে বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু এ টিকা নেয়ার পর বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ারও আশঙ্কা করছেন অনেকে।

টিবিটি

আন্তর্জাতিক ডেস্ক

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ