কানাডার হাইকমিশনারকে তলব করেছে ভারত

ভারতের দিল্লিতে চলমান কৃষক বিক্ষোভ নিয়ে মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর জেরে ভারতে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানানো হয়, ট্রুডোর এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এমন চলতে থাকলে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য। আর এ কারণেই হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছে। এ ছাড়া কানাডিয়ান প্রধানমন্ত্রী ও কেবিনেট সদস্যদের মন্তব্যের পর কানাডায় ভারতীয় দূতাবাসের সামনে কট্টরপন্থীরা বিক্ষোভ দেখিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এমনকি এ ঘটনায় কানাডায় কর্মরত দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিয়েও ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে।
প্রসঙ্গত, সম্প্রতি এক অনলাইন অনুষ্ঠানে যোগ দিয়ে জাস্টিন ট্রুডো বলেন, ভারতে চলা কৃষক বিক্ষোভের খবর যথেষ্ট উদ্বেগজনক। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষায় কানাডা সবসময় পাশে থাকবে।

সূত্র: আনন্দবাজার

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ