যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধের মেয়াদ এক মাস বাড়ল

যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে।

করোনাভাইরাস মহামারীর এই সময়ে ২১ ডিসেম্বর পর্যন্ত মার্কিন সীমান্তে অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ রাখছে কানাডা।

গত মার্চে দুদেশের সম্মতিতে নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার পর থেকেই প্রতি মাসে দুদেশের সম্মতিতে সীমান্ত বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হচ্ছে।

এর আগে কানাডা ও যুক্তরাষ্ট্র তাদের ভাগ করা স্থলসীমান্তকে অপ্রয়োজনীয় ভ্রমণের জন্য বন্ধ করতে সম্মত হয়।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে না আসে, ততক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা তোলা হবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতিদিনই নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

অন্যদিকে নভেল করোনভাইরাস থেকে বাঁচতে কানাডা ও যুক্তরাষ্ট্র দুদেশই গত মার্চ থেকে ছুটি, দিনের ভ্রমণ এবং আন্তঃসীমান্ত শপিংয়ের জন্য ভ্রমণ নিষিদ্ধ করেছে।

তবে জরুরি সেবা কাজে নিয়োজিতরা; যেমন- স্বাস্থ্যসেবা, এয়ারলাইন ক্রু এবং ট্রাক ড্রাইভারদের মতো প্রয়োজনীয় আন্তঃসীমান্ত কর্মীদের এখনও বর্ডার পার হওয়ার অনুমতি রয়েছে।                                 রাজীব আহসান, কানাডা

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ