১ বছরে কানাডায় বাড়ীর দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ

গত ১ বছরে কানাডায় বাড়ীর দামবেড়েছে

প্রায় ১৫ শতাংশ।কানাডিয়ান রিয়েল এস্টেট এসোসিয়েশন গত সোমবার জানিয়েছে ২০১৯সালের অক্টোবর থেকে ২০২০সালের অক্টোবরে এসে গড়ে প্রতিটি বাড়ীর দাম বেড়েছে প্রায় ১৫% ।কানাডায় করোনা মহামারীর শুরুর দিকে গত মার্চ এপ্রিলে বাড়ী বিক্রয়ের সংখ্যা কম থাকলেও মে মাস থেকে এ সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং অক্টোবর ২০২০ বিক্রয়ের ক্ষেত্রে ব্যস্ততম মাসে পরিণত হয়।এই সময়ে সি আরই এর এম এল এস সিস্টেমে বিক্রয় হওয়া বাড়ীর গড় মূল্য ছিল $607250   ।গত ১ বছরে কানাডার ৬ টি প্রদেশে বাড়ীর দাম বেড়েছে ডাবল ডিজিটে,প্রদেশ গুলো:কু্ইবেক২০.২৭%,নোভাস্কশিয়া১৯.৭৯%, প্রিন্সএডওয়ার্ড আইসল্যান্ড ১৯.৫৮%, ওণ্টারিও ১৫.৩৭%নিউব্রান্সউইক১১.৮৯%এবং বৃটিশ কলাম্বিয়া ১১.২৭% ।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ