চরম দারিদ্রের মধ্যেই ৮০০ কোটি টাকায় প্রাসাদ কিনলেন মরোক্কোর বাদশা

দেশের চরম অর্থনৈতিক সংকটের মধ্যেই ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে প্রায় ৮০০ কোটি টাকায় বিশাল প্রাসাদ কিনেছেন মরক্কোর বাদশাহ মোহাম্মদ ষষ্ঠ।ওই প্রাসাদটির সাবেক মালিক ছিলেন সৌদির রাজ পরিবার।

 

বিবিসির সংবাদে বলা হয়েছে, মরক্কোর বাদশাহর প্রাসাদটি আইফেল টাওয়ারের কাছাকাছি অবস্থিত। এতে ১২ টি বেড রুম, একটি সুইমিং পুল, একটি গেমস রুম, একটি ব্যক্তিগত বাগান ও ব্যক্তিগত পাকিং রয়েছে।

বিশ্বের ধনী রাজপরিবারের সদস্যদের তালিকায় অনেকটাই শীর্ষে রয়েছেন উত্তর আফ্রিকার দেশ মরক্কোরবাদশাহ মোহাম্মদ ষষ্ঠ। তার ব্যক্তিগত সম্পতি ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের ১০ গুণ বেশি।

করোনা মহামারীর কারণে দেশের অর্থনীতি সংকুচিত হয়ে ৬ শতাংশ নেমে এসেছে, ঠিক সেই সময়ই এত টাকা খরচ করে তিনি প্রাসদ কিনলেন।

তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় গত আগস্টে প্রণোদনা ঘোষণা করেন বাদশাহ মোহাম্মদ ষষ্ঠ। এই মহামারী থেকে অর্থনীতিকে বাঁচাতে সে সময় তিনি ১২০ বিলিয়ন দিরহাম (৩২ বিলিয়ন ডলার) প্রণোদনা ঘোষণা করেন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ