রাজউকের প্রধান প্রকৌশলী হেলালীকে শোকজ, কারণ সচিবের ফোন ধরেননি

ভোরের আলো রিপোর্ট: দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ এবং অনধীনতার দায়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)- এর প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) আব্দুল লতিফ হেলালীকে শোকজ করা হয়েছে। গত ২৫ শে জুন তাকে শোকজ করা হয়। রাজউকের পরিচালক শারমিন জাহানের স্বাক্ষরে কারণ দর্শানো নোটিশটি জারি করা হয়। শোকজ নোটিশে বলা হয়েছে, গত ২৪ শে জুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মহোদয় জরুরি প্রয়োজনে আপনাকে সকাল ১০ ঘটিকায় মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে আপনি ফোন ধরেননি এবং ইতিপূর্বেও আপনি বিভিন্ন সময়ে উর্ধবতন কর্মকর্তার ফোনের বিষয়ে একই আচরণ করেছেন। রাজউকের শীর্ষ পদের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার এহেন কর্মকান্ডে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আপনার এরুপ আচরন দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ এবং অনধীনতার শামিল। এমন কর্মকান্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সরকারি কর্মচারি শৃঙ্খলা ও আপীল বিধিমালা, ২০১৮ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারি) চাকুরী বিধিমালা, ২০১৩ এর বিধি ৩৭ (খ)মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে পত্র প্রাপ্তির সাত কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ