ভোরের আলো ডেষ্ক: পাইলটদের মধ্যে একজন করোনাভাইরাস আক্রান্ত জানার পর ভারতে দিল্লি থেকে রাশিয়ার মস্কোর পথে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি খালি উড়োজাহাজ মাঝ আকাশ থেকে ফিরিয়ে আনা হয়েছে।
এদিন দিল্লির স্থানীয় সময় সকাল ৭টার পর উড়োজাহাজটি মস্কোর পথে রওনা হয়েছিল।
বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, “বন্দে ভারত মিশনের আওতায় আটকা পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে এয়ারবাস এ৩২০এনইও উড়োজাহাজটি মস্কোর দিকে যাচ্ছিল। যাত্রীহীন উড়োজাহাজটি উজবেকিস্তানের আকাশপথে পৌঁছানোর পর আমাদের গ্রাউন্ড টিম জানতে পারে পাইলটদের একজনের কোভিড-১৯ পজিটিভ।
“তাৎক্ষণিকভাবে ফ্লাইটটিকে ফিরে আসতে বলা হয়। শনিবার সাড়ে ১২টার দিকে (স্থানীয় সময়) ফ্লাইটটি দিল্লিতে ফিরে আসে।”
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, “ফ্লাইট শুরুর আগে করা কোভিড-১৯ পরীক্ষায় ককপিটে থাকা এক ক্রু-র কোভিড-১৯ পজিটিভ এসেছে, এমনটি লক্ষ্য করার সঙ্গে সঙ্গেই দিল্লি থেকে মস্কোর পথে থাকা উড়োজাহাজটিকে ডেকে পাঠানো হয়।
“ফিরে আসার পর তাৎক্ষণিকভাবে ককপিটের ও কেবিনের সব ক্রুকে পরীক্ষা করা হয় এবং তাদের স্বাস্থ্য ও সুরক্ষার জন্য সব ধরনের মেডিকেল সতর্কতা গ্রহণ করা হয়। দিল্লি থেকে মস্কোগামী বন্দে ভারত ফ্লাইট পরিচালনার জন্য আরেকটি উড়োজাহাজ রওনা হয়েছে।”
ফিরে আসার পর ওই পাইলটকে কোয়ারেন্টিন করা হয়েছে। তারা সংস্পর্শে আসা ফ্লাইট কর্মীদেরও আইসোলেশনে রাখা হয়েছে।
করোনাভাইরাস পজিটিভ পাওয়ার পর ওই পাইলটের উড়োজাহাজে থাকার কথা ছিল না, এমনটি জানিয়ে এ বিষয়ে কোথায় ‘গাফিলতি’ হয়েছে কি না, তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ।
সব ধরনের ফ্লাইট পরিচালনা শুরু করার আগে এয়ার ইন্ডিয়া শুধু দিল্লিতেই একদিনে অন্তত ২০০ করোনাভাইরাস পরীক্ষা করেছিল বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।