লিখেছেন কৃষ্ণপদ সেন
ভোরের ব্রাহ্ম মুহূর্তে আমি আমার সকল অতীত,
সুরমার কাজল জলে বিসর্জন দিয়ে এসেছি,
কপাল থেকে ঘামের মতো মুছে ফেলেছি সমুদয় স্মৃতি,
এখন আমি স্মৃতি হীন অন্য মানুষ।
ভুলে যাবো এই দয়াহীন পৃথিবীরে।
করোনা আমায় শিখিয়ে দিয়ে গেছে,
আমায় চিনিয়েছে কিছু মৌখিক প্রগতিশীল মানুষ।
উত্তরের হিন্দু পাড়ার রাধারাণী নিখোঁজ,
কাল রাত থেকে তার কোন খোঁজ নেই।
মাঝরাতে প্রকৃতির ডাকে গিয়েছিল ঘরের বাইরে,
ফির নি সারা রাত। উদ্বেগ উৎকন্ঠায় স্বজনেরা।
কিন্তু মুখ খুলতে মানা, প্রানের মায়া বড় মায়া।
সরোজিনী মাসীও কিছুদিন আগে এভাবেই,
এভাবেই হারিয়ে গিয়েছিল, তিনদিন পর,
ভাটির গাঙ্গে তাকে পাওয়া গিয়েছিল বস্ত্রহীনা।
এখন করোনা কাল, ভাইরাসের সংক্রমণ চারপাশে,
সদাই সন্ত্রস্ত আপামর গ্রামবাসী, কখন কোথায় কে কিভাবে ধরা পড়ে যায়, কে জানে।
এখন বিপদ তো সবার। মিলে মিশে থাকতে হবে।
এরা কোন ভাইরাস কে সামাল দেবে ?
কোন ভাইরাস বেশি ভয়ংকর ?
করোনা নাকি সম্মান হারানোর ভয় ?
একদিন করোনা কেটে যাবে, শুকিয়ে যাবে ক্ষত,
প্রকৃতি শান্ত হবে। মুখরিত হবে মানুষ।
ক্ষত শুকাবে কি রাধারাণীর মনের ? শরীরের?
বিচারবিহীন সংস্কৃতি, বিশ্বাসের সব আলো গ্রাস করে,
রাষ্ট্র যখন নাগরিকদের বিরুদ্ধে দ্রোহী হয়ে যায়,
তখন বেঁচে থাকার সব ইচ্ছা, সব চেতনা,
আত্মঘাতী উৎসবে রূপান্তরিত হবে।
তখন মনে হবে কোন ভাইরাস টি শক্তিশালী ?
করোনা নাকি সাম্প্রদায়িকতা ?
২৩শে মে ২০২০
মন্ট্রিয়ল।।