কানাডায় ১৫০০ ধরনের ‘মিলিটারি গান’ নিষিদ্ধ

ভোরের আলো রিপোর্ট: ১৫০০ ধরনের মিলিটারি গান নিষিদ্ধ ঘোষণা করেছে কানাডা। আজ শুক্রবার সংবাদ ব্রিফিংয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো এ ঘোষণা দিয়েছেন। ঘোষণায় তিনি বলেন, এ আদেশ শিগগিরই কায্কর হবে। এসব মিলিটারি গান কোন দোকান বিক্রি বা প্রদর্শন করতে পারবে না। ট্টুডো বলেন, আগামী দুই বছরের মধ্যে এসব অস্ত্রের মালিকরা তাদের কাছে থাক মিলিটারি অস্ত্রগুলো সংশ্লিষ্ট ব্যবসায়িদের কাছে ফেরত দিতে পারবে। আগামী দুই বছর এসব অস্ত্র শুধুমাত্র শিকারে ব্যবহার করা যাবে। উল্লেখ্য, নোভা স্কটিয়া প্রদেশে মিলিটারি গান দিয়ে নারকীয় হত্যাকান্ডের ঘটনার কারনেই এ নিষেধাজ্ঞা দেয়া হলো।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ