করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশকে আজ ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
এডিবি জানায়, ‘কোভিড-১৯ মোকাবিলায় জরুরী সহায়তা’ শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে এই অর্থ বরাদ্দ করা হবে। ভাইরাস পরীক্ষার জন্য জরুরি সরঞ্জাম কেনা, চিকিত্সা অবকাঠামোগত উন্নতি এবং ভাইরাস মোকাবিলায় নজরদারি, প্রতিরোধ ও চিকিৎসায় বাংলাদেশের ব্যবস্থাপনার সক্ষমতা বিকাশে এই ঋণ সহায়ক হবে।
এ সম্পর্কে এডিবির ভাইস প্রেসিডেন্ট শিজিন চ্যান বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যকে চ্যালেঞ্জ করেছে করোনাভাইরাস। দেশটির এই কঠিন সময়ে এই সহায়তা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘এই প্রকল্প জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম, চিকিত্সা সরবরাহ, ডায়াগনস্টিক সিস্টেম সরবরাহ এবং স্বাস্থ্য কর্মীদের দক্ষতার উন্নীতকরণের মাধ্যমে ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান জোরদার করতে সহায়তা করবে।’
এই প্রকল্পে দেশের ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি করতে সাহায্য করবে। দেশের কমপক্ষে ১৯টি পরীক্ষাগারের সক্ষমতাকে কোভিড-১৯ পরীক্ষায় মাইক্রোবায়োলজিকাল ডায়াগনস্টিক সুবিধা দিয়ে আপগ্রেড করা হবে। স্বাস্থ্যখাতের কমপক্ষে তিন হাজার ৫০০ কর্মীকে আধুনিক দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে যাদের মধ্যে অর্ধেক হবে নারী।