করোনায় নাকাল ম্যাকাওয়ের ক্যাসিনো পাড়া

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অচল গোটা বিশ্ব। এর প্রভাব বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা হয়ে এসেছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ের ক্যাসিনোগুলোর জন্য। উপার্জন শূন্যতে পৌঁছানোর উপক্রম!

পর্তুগিজ শাসন থেকে মুক্ত হয়ে চীনের অন্তর্ভুক্ত হলেও ক্ষুদ্র ভূ-খণ্ড ম্যাকাওয়ে চীনের নিয়মকানুন খুব একটা চলে না। জনবহুল ১০০ কিলোমিটার আয়তনের ম্যাকাওয়ের অর্থনীতি বহুলাংশেই পর্যটন ও জুয়া-ব্যবসার ওপর নির্ভরশীল।

ম্যাকাওয়ের গেমিং অ্যান্ড কোঅর্ডিনেশন ব্যুরোর তথ্যানুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ক্যাসিনোগুলোতে জুয়া খেলা থেকে মোট আয় এসেছে ৯ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের এই সময়ের তুলনায় ৯৭ শতাংশ কম! গত বছর এই সময়ে আয় হয়েছিল ৩০০ কোটি ডলার।

চীনের উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে ফেব্রুয়ারিতে সব ক্যাসিনো দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করে ম্যাকাও প্রশাসন। এরপর ক্যাসিনোগুলো খোলা হলেও চীনের মূল ভূ-খণ্ডে করোনার কারণে বিধিনিষেধ বহাল থাকায় জুয়ারিরা ম্যাকাওয়ে প্রবেশ করতে পারছে না।

ম্যাকাওয়ের গেমিং অ্যান্ড কো-অর্ডিনেশন ব্যুরোর তথ্য উপাত্ত তুলে ধরে এএফপি জানিয়েছে, করোনার কারণে জানুয়ারিতে ম্যাকাওয়ের আয় কমে ১১ শতাংশ। ফেব্রুয়ারি কমে ৮৮ শতাংশ, মার্চে কমে ৮০ শতাংশ!

পর্যটক ও জুয়ারিরা না আসায় ক্যাসিনোগুলো চালু রাখতে গিয়ে বড় বড় অপারেটরদের লোকসান গুনতে হচ্ছে লাখ লাখ ডলার। তবে তহবিল সমৃদ্ধ থাকায় করোনার এই ধাক্কাতেও তারা টিকে থাকতে পারছে।

(ভোরের আলো/ফআ)

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ