পুত্র সন্তানের বাবা হলেন বরিস জনসন

ভোরের আলো ডেষ্ক: ছেলে সন্তানের বাবা হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (৫৫)। তাঁর বাগদত্তা ক্যারি সাইমন্ডস (৩২) আজ বুধবার লন্ডনের এনএইচএস হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নবজাতক ও মা বেশ ভালো আছেন। পুত্র সন্তানের জন্মের সময় হাসপাতালেই ছিলেন প্রধানমন্ত্রী বরিস।
করোনা থেকে মুক্ত হয়ে হাসপাতাল ছাড়ার পর গত সোমবার কাজে ফেরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাঁর এই বাগদত্তাও করোনা উপসর্গে ভুগেছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্যারি সাইমন্ডসের এটি প্রথম সন্তান হলেও বরিস জনসনের আরও পাঁচটি সন্তান রয়েছে।
এর আগে গত মার্চে বরিস ও ক্যারি ঘোষণা দেন, গ্রীষ্মের শুরুতেই তাঁদের সন্তান আসছে। গত বছরের শেষের দিকে এই জুটির বাগদান সম্পন্ন হয়েছিল। তাঁরাই ১০ নম্বর ডাউনিংস্ট্রিটের (ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ও দপ্তর ) প্রথম অবিবাহিত জুটি।

গত ২৭ মার্চ করোনাভাইরাস শনাক্ত হয় বরিস জনসনের শরীরে। তার ১০ দিনের মাথায় হাসপাতালে এবং এর একদিন পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হয়েছে তাঁকে। সেখানে তাঁকে কয়েকদিন চিকিৎসা নিতে হয়। গত বুধবার তিনি করোনা থেকে সেরে ওঠেন। ডাউনিংস্ট্রিটের ইতিহাসে প্রধামন্ত্রীর এটি তৃতীয় বাবা হওয়ার ঘটনা। এরআগে ২০০০ সালের মে মাসে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি পুত্র লিওর এবং ২০১০ সালে ডেভিড ক্যামেরনের স্ত্রী সামান্থা কন্যা ফ্লোরেন্সের জন্ম দেন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ