রনজিত মজুমদার এর করোনা কালের কবিতা

নববর্ষের প্রতিজ্ঞা

আল্লা- রসুল- গড -ঈশ্বর যার যা খুশী বলো ,

করোনা তুই নিপাত যা সবাই জিগীর তোল ।

নববর্ষ আসছে মোদের নিয়ে নতুন আজ্ঞা ,

গলাটিপে মারবো করোনা নববর্ষে এই প্রতিজ্ঞা ।

১৩ এপ্রিল,২০২০, মন্ট্রিয়ল, কানাডা

 

করোনা থেকে বাঁচো

 

বাঁচার জন্যই আইন কানুন,আইনের জন্য নয় ।

তাতেই যদি করোনা থেকে জীবন রক্ষা হয় ।

হাত ধোয়া আর ঘরে থাকা একান্ত দরকার,

সেই সাথে হালকা ব্যায়াম আর পুস্টিকর খাবার।

মাস্ক পরে, লোক এড়িয়ে, দূরত্ব মেপে চলা ,

সরকার থেকে বারে বারে যা হইতেছে বলা ।

ঔষধ নাই, চিকিৎসা নাই, নাই সুরক্ষা যন্ত্র ,

ফকির দরবেশ কবিরাজ নাই, নাইকো তন্ত্র মন্ত্র ।

এর পরেও করোনা থেকে যদি বাঁচতে মনে লয়।

আসুন,বাঁচার জন্য নিয়ম মানি, আইনের জন্য নয় ।।

 মন্ট্রিয়ল, ০৫-০৪-২০২০

করোনা এবার বিদায় হ

করোনা রে করোনা এত বাড়াবাড়ি আর কইরোনা,

মানবজাতির সক্ষমতার নাইকো তোমার ধারোনা ।

মানবকুলের সবাই কিন্তু হুজুর পাদ্রী সাধু না,

ভ্যাকসিন নিয়া বিজ্ঞানীরা সারা দিনরাত ঘুমায় না ।

ভ্যাকসিন একবার আইসা পরলে পালাবা তুমি কোথায় ?

চুলের মুঠি ধইরা ভ্যাকসিন ঢুকবে তোমার মাথায় ।

তোমার আগে এসে ছিল সারস মারস আর ইবোলা ।

বিজ্ঞানীগো গুতা খাইয়া তারাও থাকতে পারলো না ।

মানব জাতির একটু ভুলে লক্ষ জীবন খাইলা ,

মায়ের বুক খালি কইরা (তোমার ) ক্ষমতা দেখাইলা ।

ভন্ড লোকদের কথা শুইনা সবাইরে ভাবছো বোকা,

জীবন নিয়া হোলী খেলছো এইবার খাইবা ছেকা ।

মুখপোড়া লজ্জাহীনা পাকিদোস্ত অসতী করোনা,

গর্তে ঢুকো দোজকে যাও ধরনীতে আর এসোনা ।।

 মন্ট্রিয়ল, কানাডা, ১৫-০৪-২০২০

 

বিজ্ঞানের ক্ষমতা

করোনা আইসা দুনিয়াটাকে মারলো একটা ঝাঁকুনি ,

সৃষ্টিকর্তা অসহায়ের মতো খাঁয় মানুষের বকুনি ।

করোনা বেটি রাক্ষুসির মতো জীবনগুলো লইয়া যায় ,

মানুষগুলোর আহাজারিতেও সৃষ্টিকর্তা না তাকায় ।

কতো অলৌকিক তোমার কান্ড বইপুস্তকে লেখা পাই,

করোনাকান্ডে তার দু-একটা ক্ষমতা থাকলে দেখাও তাই ।

করোনার বিষে পৃথিবীর মানুষ এখন বড়ই অসহায় ,

এই সময়ে স্রষ্টার হাত মানুষের মাথায় পেতে চায় ।

বিজ্ঞানীরা ভ্যাকসিন বানাইয়া করোনারে দিলে গোর,

স্রষ্টার মহিমা উল্টো হয়ে বিজ্ঞানীর বাড়বে জোর ।

কানাডা ,মন্ট্রিয়ল ,২০-০৪-২০২০

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ