১৫ মে পর্যন্ত শাটডাউনের মেয়াদ বাড়ালেন নিউইয়র্কের গভর্নর

অনলাইন ডেস্ক:

১৫ মে পর্যন্ত নিউইয়র্কের গভর্নর অ্যান্ডু কোমো এ রাজ্যের শাটডাউনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি ঘটতে দেখা যাচ্ছে। তবে এক্ষেত্রে আরো ভালো ফলাফল পেতে নজরদারি বজায় রাখার প্রয়োজনীতার ওপর জোর দেন তিনি। গভর্নর হাসপাতাল ও আইসিইউ’তে রোগী ভর্তি কমছে বলে বৃহস্পতিবার উল্লেখ করেন।

প্রতিদিনের ব্রিফিংকালে কোমো বলেন, ‘আমি লক্ষ্য করছি যে আক্রান্তের হার অনেক কমে গেছে।’ তিনি জানান, যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি কেন্দ্রে আরো ৬০৬ জন মারা গেছে। বিগত ১০ দিনের মধ্যে প্রাত্যহিক হিসাবে এ সংখ্যা সর্বনিম্ম।

কোমো বলেন, আশার কথা হলো নিউইয়র্ক রাজ্য সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত নিউজার্সি ও মিশিগানে ১শ’টি করে এবং মেরিল্যান্ডে ৫০টি ভেন্টিলেটর অনুদান দেবে। নিউইয়র্কে কোভিড-১৯ ভাইরাসে কমপক্ষে ১১ হাজার ৫৮৬ জন মারা গেছে এবং ৫ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছে।

(ভোরের আলো/ফআ)

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ