অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে ভাইরাস আক্রান্তের মৃত্যুর হার সবচেয়ে বেশি। প্রতিদিনই শত শত মৃতদেহ দাফনের ব্যবস্থা করতে হচ্ছে। এরই মধ্যে নিউ ইয়র্কে বেড়ে গেছে মুসলমানদের দাফন খরচ।
আল-জাজিরা অনলাইন জানিয়েছে, নিউ ইয়র্কে একজন মুসলমানের দাফনের জন্য প্রায় দুই হাজার ডলার খরচ হয়। এর মধ্যে কবরের জায়গার দামও অন্তর্ভূক্ত। তবে করোনা মহামারির এই সময়ে সেই খরচ পাঁচগুণ বেড়ে ১০ হাজার ডলারে দাঁড়িয়েছে।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ইসলামিক সেন্টারের নির্বাহী পরিচালক ইমাম খালিদ লতিফ বলেন, ‘ইসলামে দাফন প্রক্রিয়া সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়। যাদের দাফনের খরচ জোগানোর মতো সামর্থ্য নেই তাদেরকে দাফনে সহযোগিতা করাও আমাদের দায়িত্ব।’
নিউ ইয়র্কের মোট জনসংখ্যা মাত্র ৩ শতাংশ মুসলিম। দাফন প্রক্রিয়া অন্য ধর্মাবলম্বীদের তুলনায় ভিন্ন হওয়ায় এই মহামারির সময় মুসলমানদের দাফন করা আরও জটিল হয়ে উঠেছে। কারণ করোনা সংক্রমণের আশঙ্কায় কর্তৃপক্ষ মৃতদেহ দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া স্বল্প সংখ্যক মানুষের মাধ্যমে শেষ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
(ভোরের আলো/ফআ)