ত্রাণের দাবিতে রাস্তায় আসছে মানুষ

ভোরের আলো ডেস্ক:

বরিশাল নগরীতে ত্রাণ না পেয়ে ঘরে থাকা মানুষরা রাস্তায় নেমে এসেছেন। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় নগরীর ১ নং ওয়ার্ডের বিসিক রোডে জড়ো হন ওই এলাকার নিম্ন আয়ের সাধারণ মানুষ। ঘণ্টাখানেক পরে পুলিশের আশ্বাসে ফিরে গেলেও জরুরি খাদ্য সরবরাহের দাবি জানিয়েছেন তারা।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, সাধারণ মানুষের সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ত্রাণের দাবিতে বেরিয়ে আসা মানুষরা জানান, কাজ না থাকায় একদিকে অর্থের অভাব, অন্যদিকে তারা এখনও কোনও ত্রাণ পাননি। এ কারণে পরিবার-পরিজন নিয়ে ক্ষুধার্ত অবস্থায় অসহায় জীবন যাপন করছেন। দ্রুত খাদ্য সহায়তা দাবি জানান তারা।

১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস বলেন, ‘ওই এলাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রায় সাত শ’ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু এই এলাকায় নিম্ন আয়ের মানুষের সংখ্যা অনেক বেশি। যারা এখনও ত্রাণ পাননি, তারাই আজ পথে নেমেছেন। নতুন করে তালিকা করা হয়েছে। তাদের জন্যও খাদ্য সহায়তার ব্যবস্থা করা হবে।’

(ভোরের আলো/ফআ)

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ