ভরসা রাখুন

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া:

‘করোনা’কে ভয় না পেয়ে
সাহস নিয়ে রুখতে হবে,
বাঁচতে হলে, বাঁচাতে হলে
স্বাস্হ্যবিধি মানতে হবে।।
যে যার নিজের ঘরেই থাকুন,
বাইরে ঘোরা বন্ধ রাখুন—
পরের হাঁচি-কাশি থেকে
নিজকে নিরাপদে রাখুন।
‘ করোনা’ ছড়ায় ছোঁয়ায় ছোঁয়ায়
মানুষ থেকে মানুষে যায়,
লোক সমাগম এড়িয়ে চলা-ই
‘করোনা’ থেকে বাঁচার উপায়।
জীবাণুনাশী সাবান দিয়ে
ঘন ঘন হাত ধুয়ে নিন,
অবাধ মেলামেশা ছাড়ুন—
বাইরে গেলে মাস্ক পরে নিন।
ভরসা রাখুন, এই ‘করোনা’র
করুণ-দশা হবেই হবে;
মহামারীর প্রলয় রোধে
মানবতাই বিজয়ী হবে।
           -••-

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ