অন্টারিওতে ১৮জন করোনা ভাইরাসে আক্রান্ত

ইরান থেকে কেউ কানাডায় আসলেই তাকে ১৪ দিন বা দুই সপ্তাহ নিজের বাড়িতে কোয়ারেন্টাইন করে থাকতে বলেছে কানাডা কর্তৃপক্ষ। নতুন করোনা ভাইরাসে চীনের পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইরানে। এই সংখ্যা ৬৬। সংক্রমিত হয়েছেন কমপক্ষে ১৫০০ মানুষ। এমন অবস্থার প্রেক্ষিতে এমন নির্দেশনা দিয়েছে কানাডা। বলা হয়েছে, ইরান থেকে যাওয়া কোনো ব্যক্তির শরীরে যদি করোনা ভাইরাসের লক্ষণ নাও দেখা দেয় তবু তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে তখন চীনের হুবেই প্রদেশ থেকে ফেরা ব্যক্তিদের জন্য এমন প্রোটোকল দেয়া হয়েছিল।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্টারিওতে ১৮জন করোনা ভাইরাসে সংক্রামিত রোগীকে চিহ্নিত করা হয়েছে। গতকাল সোমবার যে তিনজন করোনা ভাইরাস আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে তারা সম্প্রতি ইরান ও মিশর থেকে কানাডায় ফিরে এসেছেন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ