মন্ট্রিয়লে কবি অপরাহ্ণ সুসমিতোকে নিয়ে সাহিত্য সভা ৮ ফেব্রুয়ারি

লিখেছেন গোপেন দেব  

মন্ট্রিয়ল প্রবাসী কবি গল্পকার অপরাহ্ণ সুসমিতোকে নিয়ে মন্ট্রিয়লে একটি সাহিত্য সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় শিল্প সাহিত্য ও সংষ্কৃতি অনুরাগী সমমনা কিছু প্রবাসী এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আগামি  ৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ভিল সেন্ট লরেনের ২০৯০ নয়েল স্ট্রীটে এটি অনুষ্ঠিত হবে।

‘একটি অপরাহ্ণ সন্ধ্যা’ শীর্ষক  ধ্রুপদ আড্ডা কেন্দ্রীক এই সাহিত্য সভার অন্যতম উদ্যোক্তা সংস্কৃতিকর্মি ও সংগঠক ইশরাত আলম জানান, এতে মন্ট্রিয়ল, অটোয়া ও টরন্টোর গুণী লেখক ও শিল্পীদের পরিবেশনা থাকবে। অপরাহ্ণের লেখা পাঠ করবেন আবুল জাকের, আফাজউদ্দিন তোতন আহমেদ, নাজমুল ইসলাম, ইশরাত আলম, তৌফিকুর রহমান রাঙ্গা, মৌ মধুবন্তী, সুলতানা শিরিন সাজি, শামসাদ রানা, মুফতি ফারুক, শিবলি নোমান, সঞ্জীব দাস উত্তম, তপন বড়ুয়া, মণিকা মুনা, তারেক রহিম, অনুজা দত্ত, আরিয়ান রশিদ ও লেখক স্বয়ং।

গান গাইবেন সফিউল ইসলাম, সাফিনা করিম, অনুজা দত্ত, মণিকা মুনা, রুমা কর,পুনম ও আরিয়ান। তবলায় থাকবেন মাইকেল সাহা।

উল্লেখ্য, অপরাহ্ণ সুসমিতো ছড়া, কবিতা, ছোটগল্প ও রম্যরচনা সহ সাহিত্যের প্রায় সবকটি শাখায় লেখালেখি করছেন তিনদশক ধরে।তাঁর লেখা সবগুলো বইই জনপ্রিয়। বর্তমানে তিনি মন্ট্রিয়লে স্ত্রী কবি লেখিকা সকাল অনন্তকে নিয়ে বসবাস করছেন। প্রায় দুই যুগ আগে বাংলাদেশ ছাড়ার আগে তিনি ছিলেন বি সি এস ( প্রশাসন ) ক্যাডারের কর্মকর্তা। কবি অপরাহ্ণ সুসমিতোকে নিয়ে অনুষ্ঠিতব্য এই সাহিত্য সভা নিয়ে মন্ট্রিয়লে বেশ আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ