সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে বরখাস্ত ম্যাকডোনাল্ডসের সিইও

সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোয় আমেরিকান ফাস্টফুড চেইনশপ ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী স্টিভ ইস্টারব্রুককে বরখাস্ত করা হয়েছে।

ম্যাকডোনাল্ডসের পক্ষ থেকে বলা হযেছে, যদি নারী সহকর্মীর সঙ্গে ইস্টারব্রুকের সম্পর্ক দু’জনের সম্মতির ভিত্তিতেই হয়েছে, তবে কোম্পানির নিয়ম অনুযায়ী, ইস্টারব্রুক ‘নিয়ম ভঙ্গ করেছেন’ এবং অবিবেচকের’ মতো কাজ করেছেন।

পরে ম্যাকডোনাল্ডের সহকর্মীদের উদ্দেশে এক ই-মেইলে ইস্টারব্রুক সম্পর্কের কথা স্বীকার করে জানান, কোম্পানির নিয়ম অনুযায়ী এটি ভুল ছিল।

তিনি আরও বলেন, ‘কোম্পানির সম্মানের কথা চিন্তা করে আমার মনে হয়েছে আমার এখন যাওয়া দরকার।’

৫২ বছর বয়সী ডিভোর্সী ইস্টারব্রুক ১৯৯৩ সালে ম্যাকডোনাল্ডসের ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন।

২০১১ সালে তিনি পিজ্জা এক্সপ্রেসে চলে যান। ২০১৫ সালে তিনি প্রধান নির্বাহী হিসেবে ফের ম্যাকডোনাল্ডসের যোগদান করেন।

তার মেয়াদে তিনি কোম্পানির খাবার মেনু রদ-বদল, মোবাইল পেমেন্ট, দোকানের নকশার পরিবর্তন ও উন্নত উপাদানসহ বড় বড় কাজে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।

ইস্টারব্রুকের জায়গায় আসতে যাচ্ছেন ক্রিস কেম্পজিনস্কি। তিনি এর আগে ম্যাকডোনাল্ডস ইউএসএর প্রেসিডেন্ট ছিলেন।

গত বছর প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলের প্রধান ব্রায়ান ক্রানিসকে সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর দায়ে বরখাস্ত করা হয়।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ