ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি শ্রম আদালত। ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানটির তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংস্থা গ্রামীণ কমিউনিকেশনস এর তিন জন কর্মীকে চাকরিচ্যুত করার ঘটনায় ড. ইউনূসের নামে এই পরোয়ানা জারি হয়েছে।

সমন থাকার পরও আদালতে হাজিরা না দেওয়ায় শ্রম আদালত-৩ এর চেয়ারম্যান রাহিবুল ইসলাম নোবেল বিজয়ী এই অধ্যাপকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ট্রেড ইউনিয়ন গঠনকে কেন্দ্র করে চাকরিচ্যুত করার অভিযোগ নিয়ে গত ৩ জুলাই গ্রামীণ কমিউনিকেশনসের সাবেক তিন কর্মী ড. ইউনূসসহ আরও দুজনের বিরুদ্ধে শ্রম আদালত-৩ এ মামলা করেন। বিবাদী অন্য দুজন হলেন, প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর নাজনিন সুলতানা ও ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার আবু আবেদীন।

গত ১০ জুলাই আদালত এই তিন জনকেই ৮ অক্টোবর হাজির থাকার জন্য আদেশ দেন। কিন্তু ড. ইউনূস হাজির না থাকায় আজ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সেই সঙ্গে হাজির হয়ে জামিন প্রার্থনা করায় নাজনিন সুলতানা ও খন্দকার আবু আবেদীনের আবেদন মঞ্জুর করেন আদালত।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ