গঙ্গার পানি খেলে গর্ভবতী নারীদের ‘সিজার’ করতে হবে না: বিজেপি নেতা

কিছুদিন আগে বিজেপির একজন সাংসদ দাবি করেছিলেন, গোমূত্রে ক্যান্সার সেরে যায়। তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এবার বিজেপির আরেক নেতা দাবি করলেন, গঙ্গার পানি খেলে সিজার করতে হবে না গর্ভবতী নারীদের। এ মন্তব্য করে চরম সমালোচনার মুখে পড়েছেন ভারতের উত্তরাখন্ডের বিজেপি প্রধান ও সাংসদ অজয় ভট্ট। তবে তিনি দাবি করেন, গঙ্গা নদীতে থাকা পাথর ঘষে তা নদীর পানিতে মিশিয়ে গর্ভবতী নারীদের খাওয়ালে সিজারিয়ান ডেলিভারি করা লাগবে না। লোকসভায় সেন্ট্রাল কাউন্সিল অ্যামেন্ডমেন্ট (হোমিয়োপ্যাথি) বিলের বিষয়ে কথা বলার সময় উত্তরাখণ্ডের সাংসদ ভট্ট দাবি করেন, গঙ্গার পাথর ঘষে, তা নদীর পানির সঙ্গে মিশিয়ে গর্ভবতী নারীদের এক কাপ করে খাওয়ান। গর্ভাবস্থায় কোনো জটিলতাও আসবে না। আর সিজারিয়ান ডেলিভারি করানোর প্রয়োজনও পড়বে না। অজয় ভট্ট আরো দাবি করেন, গঙ্গার তলা থেকে পাথর তুলে যদি সাপে কামড়ানো অঙ্গে ঘষা যায়, তাহলে নাকি বিষ চলে গিয়ে প্রাণে বেঁচে যাবেন আক্রান্ত ব্যক্তি। অজয় ভট্টের এমন যুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ভারতের চিকিৎসকরাও।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ