যদি প্রশ্ন করা হয়, সিটিজেন জার্নালিজম কী অর্থ্যাৎ এর সংজ্ঞায়ন কিভাবে করা হবে, তবে সহজ কথায় এরকম বলা যায়-
স্বতস্ফূর্ত ও স্বপ্রণোদিত হয়ে গণমানুষের বা আম-জনগণের খবর ও তথ্য সংগ্রহ, পরিবেশন, বিশ্লেষণ এবং প্রচারে অংশগ্রহণ হচ্ছে সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতা। বর্তমান বিশ্বে তা খুব জনপ্রিয়। ভোরের আলো’র মন্ট্রিয়ল ব্যুরো মন্ট্রিয়লের সর্বস্তরের মানুষের কাছে সিটিজেন জার্নালিজম জনপ্রিয় করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহার করুন নাগরিক সাংবাদিকতায় এবং তা পাঠিয়ে দিন ভোরের আলো’তে।