‘পদ্মা থেকে লরেন্স’ এর লোগো উন্মোচন

গত ১৭ই আগষ্ট টরন্টোর কস্তুরি ব্যাঙ্কুয়েট হলে লোগো উন্মোচন হলো সাপ্তাহিক ভোরের আলো এর মন্ট্রিয়ল ব্যুরো প্রধান মাহমুদুল হাসান রুবেল এর উদ্যোগে প্রকাশিতব্য লাইফ স্টাইল ম্যাগাজিন ‘পদ্মা থেকে লরেন্স’ এর। লোগো উন্মোচন করেন বরেণ্য কবি আসাদ চৌধুরী এবং কানাডার প্রথম বাঙালী এমপিপি ডলি বেগম। এ সময় কানাডায় বসবাসরত American International University-Bangladesh (AIUB) এর সাবেক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কবি আসাদ চৌধুরী এবং এমপিপি ডলি বেগম ‘পদ্মা থেকে সেন্ট লরেন্স’ এর সফলতা কামনা করেছেন।


এ প্রসঙ্গে মাহমুদুল হাসান রুবেল বলেন, কানাডা এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক মন-মানসিকতার তরুণ এবং প্রবীণদের নিয়ে ম্যাগাজিনটির টিম গঠন করা হবে। মন্ট্রিয়লে নিজস্ব প্রেস থেকে এটি প্রকাশিত হবে। বাংলা, ইংরেজী এবং ফ্রেঞ্চ ভাষার কনটেন্ট দিয়ে সাজানো হবে। ম্যাগাজিনটি নামকরণ করা হয়েছে কানাডা এবং বাংলাদেশের বিখ্যাত দুইটি নদী থেকে। পৃথিবীর প্রতিটি সভ্যতা গড়ে উঠেছে নদী কেন্দ্রীক। নদীর জলের কোন ধর্ম নেই, জাত নেই। কেবল প্রবাহমান। সংবাদও তাই। এখানে প্রকাশিত হবে ৫ বছরের শিশু থেকে শতবর্ষী ব্যক্তির লেখা। আমাদের মূল উদ্দেশ্য কানাডায় বেড়ে উঠা প্রজন্মকে সম্পৃক্ত করা। নবীন আর প্রবীণের মিলনমেলা হবে- এ আমাদের প্রত্যাশা। ম্যাগাজিনটির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ