বাংলাদেশ ফেস্ট এ মন্ট্রিয়ল মাতালেন তাহসান

কানাডার ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়লের উদ্যোগে গত ১৭ আগস্ট শনিবার মন্ট্রিয়লে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ফেস্ট ২০১৯। বাংলাদেশ ফেস্ট এ তিন তিনজন আমন্ত্রিত শিল্পী এনে সংগঠনটি অতীতের মতো তাদের সুনাম অক্ষুন্ন রেখেছেন। আর তাই মন্ট্রিয়লবাসীও হতাশ করেননি আয়োজক সংগঠনকে। হল ভর্তি দর্শক প্রাণভরে উপভোগ করেন পুরো অনুষ্ঠানটি। বর্তমান সময়ের অন্যতম ক্রেজ সুপার স্টার সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান, ক্লোজআপ ওয়ানের নোবেল, বাংলাদেশ আইডল মুক্তা সরওয়ার হতাশ করেননি মন্ট্রিয়লবাসীকে। পাশাপাশি মন্ট্রিয়লের সবার প্রিয় শিল্পী আশরাফুল পাভেল ছিলেন বাড়তি পাওনা। অনুষ্ঠানটিতে বৈচিত্র আনার জন্য নজরুল গীতির সাথে নৃত্য পরিবেশন করেন এলেক্সান স্মৃতি মজুমদার।
তাহসানের কন্ঠের জাদুতে বিমোহিত হন সবাই। তার হাতে গড়া ব্ল্যাক ব্যান্ডের বেশ কিছু জনপ্রিয় গান ছাড়াও তার একক গানও পরিবেশন করেন। দর্শক শ্রোতাগণ শিল্পীর সাথে কন্ঠ মেলান। তাই পরিবেশটা হয়ে উঠে উপভোগ্য।


মন্ট্রিয়লের কন্ঠ শিল্পী সাফিনা করিম ও নাজনিন নিশার উপস্থাপনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ফেস্ট এর কনভেনার রিয়েল এস্টেট ব্যবসায়ী রশিদ খান, চিফ কো-অর্ডিনেটর শরিফ রহমান, বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়লের সভাপতি সাংবাদিক দেওয়ান মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক সভাপতি শামিমুল হাসান, কাজী শহীদ প্রমূখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক পিয়াস আহমেদ শাকিল এবং তার সঙ্গে সহযোগিতায় ছিলেন মিজানুর রহমান ও মুরসালীন নীপু। কনসার্টটি কেন্দ্র করে খাবারের স্টল, কাপড়ের দোকান, জুয়েলারীসহ রকমারি স্টল দর্শকদের জন্য বাড়তি পাওনা ছিল।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ